শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরলেন ওশাদা
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে সুযোগ পেলেও ৪ ইনিংসে বলার মতো কিছু করে দেখাতে পারেননি নিশান মাদুশকা। ওভালে তাই পাথুম নিশানকার কাছে জায়গা হারিয়েছিলেন টপ অর্ডার এই ব্যাটার। এবার টেস্ট দল থেকেই জায়গা হারালেন মাদুশকা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের টেস্ট দলে রাখা হয়নি তাকে।
ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে ১৬ সদেস্যর টেস্ট দলে ফিরেছেন ওশাদা ফার্নান্দো। সবশেষ ২০২৩ সালে মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলা ওশাদা শ্রীলঙ্কার সাদা পোশাকের দলে ফিরলেন তিনি। সাম্প্রতিক সময়ে সাউথ আফ্রিকা সফরে গিয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে আলো ছড়িয়েছেন তিনি।
প্রোটিয়া ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ১২২ রানের ইনিংস খেলেছিলেন ওশাদা। পরের ইনিংসে টপ অর্ডার এই ব্যাটার করেছেন ৮০ রান। এমন পারফরম্যান্সে শ্রীলঙ্কা ‘এ’ দলকে জেতানোর পাশাপাশি ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন। যার ফলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া টেস্ট সিরিজের স্কোয়াড ডাক পেয়েছেন ওশাদা।
ডাক পাওয়ার পরও একাদশে সুযোগ পাওয়া সহজ হবে না তার জন্য। দিমুথ করুনারত্নের সঙ্গে নিশানকা, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া এবং কামিন্দু মেন্ডিসের জায়গা প্রায় নিশ্চিতই বলা যায়। আটে ডেকে নেয়া হতে পারে রমেশ মেন্ডিসকে। মিডল অর্ডারে সুযোগের অপেক্ষায় থাকবেন সাদিরা সামারাবিক্রমা।
ইংল্যান্ড সফরের দল থেকে মাদুশকার পাশাপাশি বাদ পড়েছেন নিসালা থারাকা এবং কাসুন রাজিথা। পেস ইউনিটে অবশ্য এখনও আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো এবং মিলান রত্নায়েকের মতো পেসাররা আছেন। ঘরের মাঠে খেলা হওয়ায় স্পিনে খানিকটা বাড়তি জোর দেবে শ্রীলঙ্কা। ১৮ সেপ্টেম্বর থেকে গলে শুরু হবে টেস্ট সিরিজ।
শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, ওশাদা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, প্রবাথ জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে।