promotional_ad

বাংলাদেশকে 'গোনায় ধরার' মতো দল বলছেন গাভাস্কার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার স্মৃতি এখনও টাটকা বাংলাদেশের স্মৃতিতে। এরই মধ্যে বাংলাদেশ ভারত সফরে গেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশ দলকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বাংলাদেশের এই দলটিকে ইতিহাস সেরা বলছেন হার্শা ভোগলেও।


এবার বাংলাদেশকে সমীহের চোখে দেখছেন ভারতের কিংবদন্তী ব্যাটার সুনীল গাভাস্কারও। তিনি মনে করেন বাংলাদেশ এখন গোনায় ধরার মতোই দল। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দল লম্বা সময় ধরেই প্রতিপক্ষ দলগুলোর জন্য হুমকি। লাল বলের ক্রিকেটেও বাংলাদেশ দলের উন্নতি স্পষ্ট। 



promotional_ad

এ কারণেই আসন্ন সিরিজে বাংলাদেশকে খাটো করে দেখতে মানা করছেন গাভাস্কার। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে সাড়া ফেলে দেয়া বাংলাদেশ। বাংলাদেশের এই উন্নতিকে আকস্মিক বলছেন না সাবেক এই ভারতীয় ব্যাটার। তিনি দুই বছর আগের সিরিজের উদাহরণ টেনে বাংলাদেশের প্রশংসা করেছেন।


বাংলাদেশ-ভারত সিরিজ শুরুর আগে ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডেতে নিজের কলামে গাভাস্কার লিখেছেন, 'পাকিস্তানকে পাকিস্তানের মাঠে দুই টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে তারা গোনায় ধরার মতন শক্তি। এমনকি দুই বছর আগে ভারত যখন বাংলাদেশে গেল তখনো তারা শক্ত লড়াই করেছে। এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ভারতের বিপক্ষেও লড়াই জমাতে পারে।'


ভারতের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ড অবশ্য ভালো না। তাদের সঙ্গে ১৩বারের দেখায় ১১টিতেই হেরেছে টাইগাররা। আর দুটি ম্যাচ হয়েছে ড্র। এর পেছনে ক্রিকেটারদের পারফরম্যান্সের চেয়ে বৃষ্টির অবদানই বেশি ধরা হয়। তবে ২০২২ সালে দুই টেস্টের সিরিজে দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছিল বাংলাদেশ।



জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল। তবে রবীচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ারের বীরত্বে ৩ উইকেটে রোমাঞ্চকর জয় পায় ভারত। গাভাস্কার সেই টেস্টের স্মৃতিই রোহিত শর্মাদের মনে করিয়ে দিয়েছেন। বাংলাদেশের বর্তমান দলটির শক্তিমত্তার পেছনে মানসিক শক্তিকেই বড় করে দেখছেন। বিশেষ করে বাংলাদেশ এখন আর প্রতিপক্ষ নিয়ে ভাবে না সেটাই মনে করেন গাভাস্কার। তিনি বলেন।


গাভাস্কার লিখেছেন, 'তাদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে, কিছু সম্ভাবনাময় খেলোয়াড় আছে যারা প্রতিপক্ষ নিয়ে ভীত থাকে না। প্রত্যেক দলই তাদের সঙ্গে খেললে বুঝে যে তারা ছেড়ে কথা বলার মতন, পাকিস্তান সেটা টের পেয়েছে। নিশ্চয়ই এটা দেখার মতন সিরিজ হতে যাচ্ছে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball