promotional_ad

হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের মেয়েদের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন পরেই নারী বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ দল। এর আগে 'এ' দলের মোড়কে শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশের মেয়েরা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী 'এ' দল।


সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়েছে রাবেয়া খানের দল। এই ম্যাচে টসে ব্যাট করতে নেমে মাত্র ৯৭ রানে থেমে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। বাংলাদেশকে অল্প রানে আটকে রেখেই জয়ের পথেই এগোচ্ছিল স্বাগতিক শ্রীলঙ্কা।



promotional_ad

যদিও লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। এদিন আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেছেন সাথী রানী। 


এ ছাড়া উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যৌতি ১২ ও রিতু মনি ২৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। টাইগ্রেস ব্যাটারদের মধ্যে আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মালশা শেহানি।


মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা ২৮ রানেই ৪ উইকেট হারায়। এই বিপর্যয় থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। লঙ্কানদের হয়ে উইকেটরক্ষক ব্যাটার কৌশিনী নুথিয়াঙ্গা ২১ রান করে। আর ২২ রান এসেছে নিক্ষানা সান্দামিনির ব্যাট থেকে।



লঙ্কান আর কোনো ব্যাটারই বলার মতো সংগ্রহ করতে পারেননি। ৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন থারুকা শেহানি। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান। একটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও ও ফাহিমা খাতুন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball