বাংলাদেশ ক্রিকেট

বন্যার্তদের জন্য বোনাসের একটা অংশ দিচ্ছেন ক্রিকেটাররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:18 শনিবার, 14 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানির জেরে গত মাসে পানিবন্দী হয়ে পড়েছিলেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়িসহ বেশ কয়েকটি জেলার মানুষ। দেশের এমন অবস্থায় ত্রাণ তহবিলের ব্যবস্থা করেছিলেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সেই তহবিলে এক কোটি টাকা দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বন্যা শেষেও ধুঁকতে থাকা মানুষের পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেটাররা।

দেশের বিভিন্ন জেলায় যখন বন্যা হচ্ছিল তখন পাকিস্তান সফরে ছিলেন নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানে থাকলেও সেই সময়ে মানুষের আর্তনাদে প্রাণ কেঁদেছে ক্রিকেটারদেরও। যার ফলে দেশের বাইরে থাকার পরও ব্যক্তিগত প্রচেষ্টায় বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ক্রিকেটাররা। প্রথম টেস্টের পর ম্যাচসেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের জন্য দিয়েছিলেন মুশফিকুর রহিম।

লিটন দাস দিয়েছিলেন এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচের জন্য পাওয়া পুরো অর্থ। সেই সময় একেকজন ব্যক্তিগতভাবে পাশে দাঁড়ালেও এবার দল হিসেবে মানুষের পাশে থাকছেন ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতায় ৩ কোটি ২০ লাখ টাকার বোনাস পেয়েছেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সেই বোনাসের একটা বন্যার্তদের জন্য দেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমরা সবাই জানি দেশের পরিস্থিতি খুব খারাপ। এখনও সবাই খুব স্ট্রাগল করছে। বন্যার যে অবস্থাটা ছিল, এখনও অনেক মানুষ বিপদে আছেন, কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। ওইখান থেকে সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছেন, তাদের পাশে থাকার চেষ্টা করছেন। আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম, দলের পক্ষ থেকে সবাই রাজী হয়েছে এখান থেকে একটা অংশ তাদেরকে সহায়তা করার জন্য যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব।’

পাশাপাশি দেশের সামর্থ্যবান ব্যক্তিদেরও মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। শান্ত বলেন, ‘আমি আশা করব দেশের আরও অনেক মানুষ আছেন, যাদের সামর্থ্য আছে আপনারা তাদের পাশে থাকবেন।’

ভারত সফরে যাওয়ার আগে রাজধানীর পাঁচতারকা হোটেলে ক্রিকেটারদের হাতে বোনাস তুলে দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ভারতে যাওয়ার আগে চুক্তির অংশ হিসেবে বোনাস পাওয়া ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন শান্ত। কথা রাখায় বিসিবি সভাপতিকে ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

শান্ত বললেন, ‘ধন্যবাদ জানাতে চাই আমাদের বোর্ড সভাপতি ফারুক ভাইকে। আমাদের যে বোনাসের কমিটমেন্টটা উনি করেছেন, যেটা একটু আগে উনি ম্যানশন করলেন এটা আমাদের চুক্তির একটা অংশ। এত বড় একটা সিরিজে যাওয়ার আগে এ ধরনের অনুষ্ঠান অবশ্যই প্রত্যেকটা খেলোয়াড়কে আমার মনে হয় অনুপ্রাণিত করবে।’