promotional_ad

টেস্ট পরিত্যক্ত হওয়ায় হতাশ ট্রট, আক্ষেপ স্টেডের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অবিরাম বৃষ্টির কারণে ভেস্তে গেছে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে ম্যাচটিতে একটি বলও হয়নি। এমনকি টস অনুষ্ঠিত হতে পারেনি। এমন অবস্থায় বিব্রতকর এক রেকর্ডেও নাম লিখিয়েছে গ্রেটার নয়ডার এই টেস্টটি।


এমনিতেই খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায়না আফগানিস্তান। গত ১০ বছরে মাত্র ৬টি টেস্ট খেলার সুযোগ পেয়েছে তারা। এর মধ্যে মাঠের বাজে পানি নিষ্কাশন ব্যবস্থা ও বৈরি আবহাওয়ার জন্য তাদের ম্যাচ খেলার সুযোগ হারাতে হয়েছে। তাই বেশ হতাশ আফগানিস্তান দলের প্রধান কোচ জোনাথন ট্রট।


তিনি সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি হতাশ। আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এবং নিজেদের সেই চ্যালেঞ্জটি সেট করতে পেরেছিলাম। খেলোয়াড়রা সত্যিই কঠোর পরিশ্রম করেছিল, তবে বছরের এই সময়ে একটি টেস্ট ম্যাচ খেলার চেষ্টা করা সবসময়ই কঠিন হয়।’



promotional_ad

নিজেদের দেশে নিরাপত্তা ঝুঁকির জন্য আফগানিস্তান ঘরের মাঠে খেলতে পারে না। তাই ভারতের বিভিন্ন মাঠ ও সংযুক্ত আরব আমিরাতে নিজের হোম ম্যাচগুলো খেলে থাকে তারা। তবে নির্দিষ্ট কোনো ভেন্যুতে খেলার সুযোগ পায় না তারা। এবার নিজেদের মাঠ না থাকায় আফসোসে পুড়তে হচ্ছে আফগানদের।


এ প্রসঙ্গে ট্রট বলেন, ‘আপনাদের যদি একটি নির্দিষ্ট জায়গা থাকে তবে আপনার যে সমস্যাগুলি দেখা দেয় তা সমাধান করতে পারেন। যেটা সবসময় ভালো হয়। তবে আমি মনে করি এটি সম্ভবত অতীতে অনেক টেস্ট ক্রিকেট না খেলার ফল এবং এখনও আমরা এমন একটি জায়গা খোঁজার চেষ্টা করছি যেখানে আমরা ধারাবাহিকভাবে খেলতে পারব। আশা করি ভালো একটি জায়গা পাবো।'


এদিকে টেস্ট পরিত্যক্ত হওয়ার হতাশ নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেডও। সীমিত ওভারের ক্রিকেটে অনেকবার খেললেও এবারই প্রথম আফগানদের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ ছিল কিউইদের। তাদের বিপক্ষে খেলতে না পেরে তাই আক্ষেপ করেছেন নিউজিল্যান্ড কোচ।


স্টেড বলেছেন, ‘এটা আমাদের জন্য হতাশাজনক। এটি ছিল আফগানিস্তানের বিপক্ষে আমাদের প্রথম টেস্ট ম্যাচ এবং আমরা এটা নিয়ে খুবই উন্মুখ ছিলাম। গত কয়েকটি বিশ্বকাপে তারা আমাদের দুর্দান্ত প্রতিদ্বন্দ্বীতা উপহার দিয়েছে এবং আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি।’



নিউজিল্যান্ড কোচ ইঙ্গিত দিয়েছেন যে এই খেলাটি তার দলকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচের জন্য আরও ভালভাবে প্রস্তুত করতে পারত, যা আগামী সপ্তাহে খেলা হবে। স্টেড বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে হতাশাজনক বিষয় হল যে আমরা যখন পরের সপ্তাহে আমাদের টেস্ট ম্যাচ খেলব, তখন আমরা শক্তিশালী এবং ম্যাচের জন্য প্রস্তুত না হয়েই খেলতে নামব। তাই আমরা সত্যিই হতাশ হয়েছি।’চ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball