টেস্ট সংস্কৃতি বদলের আভাস দেখছেন জাকের
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের মাটিতে তাদেরকেই টেস্টে হোয়াইটওয়াশ করা যেকোনো দলের জন্যই স্বপ্ন। বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার আগে একবারই কেবল ঘরের মাঠে সিরিজ হারের রেকর্ড আছে পাকিস্তানের। সেটা ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে।
এই দুই টেস্টে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে হারে শান মাসুদের দল। আর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয় বাংলাদেশকে ইতিহাস গড়ার সুযোগ করে দিয়েছে। সামনেই বাংলাদেশ দলের ভারত সফর।
এই সফরে পাকিস্তান সিরিজের পারফরম্যান্সকে দেশের ক্রিকেট সংস্কৃতি বদলের আভাষ হিসেবে দেখছেন প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া জাকের আলী। এই ব্যাটার ভারতে যাওয়ার আগে জানিয়েছেন নিজের সবটা উজাড় করে খেলবেন আসন্ন এই সফরে।
শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাকের বলেছেন, 'আমি কিছু দিন আগেও বললাম, আমরা যে দুইটা ম্যাচ জিতলাম, আধিপত্য দেখিয়ে জিতে এসেছি, এটা তো অবশ্যই সংস্কৃতি বদলানোর একটা আভাস। আর হ্যাঁ, দলে সুযোগ পেয়ে ভালো লাগছে। চেষ্টা করব সেরাটা দেওয়ার।'
পাকিস্তান সিরিজের আত্মবিশ্বাস ভারতের মাটিতে কাজে লাগবে বলেও বিশ্বাস জাকেরের। ভারতের বিপক্ষে এখনও পর্যন্ত দুটি টেস্টে ড্র করেছে বাংলাদেশ। সেখানে ক্রিকেটারদের চেয়ে বৃষ্টির ভূমিকাই ছিল বেশি। এবার সেই পরিসংখ্যান বদলানোর আশাবাদ ব্যক্ত করেছেন জাকের।
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ ৬ ম্যাচ খেলে ৩ জয় তুলে নিয়েছে। বেশ ভালোভাবেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার লড়াইয়েও আছে তারা। জাকের জানিয়েছেন আগে যা করতে পারেননি দল হিসেবে চলতি বছর সেটাই করে দেখানোর চেষ্টা থাকবে বাংলাদেশ দলের।
ভারত সফর নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে জাকের বলেন, 'অবশ্যই দেখেন, যেহেতু সবশেষ সিরিজটা খুব ভালো গিয়েছে, সেই আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে। আমার মনে হয়, এই বছর আমাদের চেষ্টা থাকবে, যেটা আমরা দল হিসেবে আগে কখনও করতে পারি, সেটা করার চেষ্টা থাকবে।'