promotional_ad

বৃষ্টিতে পরিত্যক্ত, ইতিহাসের পাতায় আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তুমুল বৃষ্টিপাতের সঙ্গে গ্রেটার নয়ডায় আফগানিস্তান ও নিউজিল্যান্ডের টেস্টকে চেপে ধরে রেখেছিল ভেজা আউটফিল্ড ও মাঠের অপ্রত্যাশিত ‘বাজে’ পানি নিষ্কাশন ব্যবস্থা। টানা চারদিন কোন বল মাঠে না গড়ানো টেস্টের শেষদিনও বৃষ্টির পেটেই যাওয়ার কথাই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। টেস্টের পঞ্চম দিনে এসে পরিত্যক্ত ঘোষণা করেছে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের একমাত্র সাদা পোশাকের ম্যাচটি।


বেশ কয়েকদিন ধরেই দিল্লি ও আশেপাশের এলাকা জুড়ে নিয়মিতই অতি বৃষ্টিপাত হয়ে আসছিল। আন্তর্জাতিক ক্রিকেটে মাঠ হলেও ভারত সেখানে নিয়মিত না খেলায় ভঙ্গুর পানি নিষ্কাশন ব্যবস্থা ও আউটফিল্ড। যার ফলে কয়েক ঘণ্টা বৃষ্টি হলেই সেখানে ম্যাচ চালানো প্রায় অসম্ভবপর হয়ে উঠে। এবারের টেস্ট অন্তত সেটারই প্রতিচ্ছবি।



promotional_ad

মাঝে রোদে দেখা গেলেও আউটফিল্ডের অবস্থা করুণ হওয়ায় খেলা শুরু করা সম্ভব হয়ে উঠেনি। মাঠ কর্মীরা অবশ্য নিজেদের চেষ্টার কমতি রাখেননি একটুও। ফ্যান দিয়ে মাঠ শুকানোর চেষ্টার পাশাপাশি আউটফিল্ডের ভেজা অংশের ঘাসের ব্লক তুলে নতুন ব্লক বসানো হয়েছেও। এত কিছুর পরও ঐতিহাসিক টেস্টের টস পর্যন্ত করা সম্ভব হয়নি।


টেস্টের পঞ্চম দিনে এসেও বৃষ্টির আশঙ্কা ছিল আগে থেকেই। যার ফলে সকাল নাগাদই জানিয়ে দেয়া হয় কোন বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের একমাত্র টেস্টটি। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের অষ্টম টেস্ট হিসেবে কোন বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হলো গ্রেটার নয়ডায় হওয়ার কথা থাকা ম্যাচটি। এই টেস্টের আগে এমন ঘটনা ঘটা ম্যাচের সঙ্গেও জড়িয়ে আছে নিউজিল্যান্ডের নাম।


১৯৯৮ সালে ডানেডিনে ভারতের বিপক্ষে খেলার কথা ছিল কিউইদের। কিন্তু প্রবল বর্ষণের কারণে তৃতীয় দিনেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে অষ্টম হলেও এশিয়াতে বৃষ্টির কারণে কোন বল মাঠে গড়ানো ছাড়া টেস্ট আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচটিই প্রথম। ১৯৩৩ সালের পর এশিয়াতে সাতশর বেশি টেস্ট হলেও আগে কখনও এমন ঘটনার সাক্ষী হয়নি এশিয়া। ১৯৯৮ সালে পাকিস্তানের ফয়সালাবাদে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল।



সেবার অবশ্য বৃষ্টির কারণ নয় টেস্ট পরিত্যক্ত হয়েছিল ঘন কুয়াশার কারণে। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা টেস্ট নিশ্চিতভাবেই আফগানিস্তানের ক্রিকেটের ইতিহাসের অংশ হওয়ার কথা ছিল। ম্যাচ না হওয়ার পরও অবশ্য ইতিহাসের পাতায় থাকবে ম্যাচটি। সেটা কোন বল মাঠে গড়ানো ছাড়া অষ্টম এবং বৃষ্টির কারণে এশিয়ায় প্রথম টেস্ট হিসেবে পরিত্যক্ত হওয়া হিসেবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball