promotional_ad

‘ভারতকে তাদের মাটিতে হারানো প্রায় অসম্ভব’

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কাগজে-কলমে পিছিয়ে থাকলেও পাকিস্তান সফরে সবাইকে চমকে দিয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বাংলাদেশকে খুব বেশি মানুষ এগিয়ে না রাখলেও ব্যাটে-বলের দারুণ পারফরম্যান্সে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছেন নাজমুল হোসেন শান্তরা। তবে ভারত সফরে বাংলাদেশ এমন কিছু করতে পারবে কিংবা রোহিত শর্মাদের বিপদে ফেলবেন বলে মনে করেন না দীনেশ কার্তিক।


রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুশফিকুর রহিম, লিটন দাস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজদের ব্যাটে ম্যাচে ফেরে বাংলাদেশ। দুই স্পিনার সাকিব আল হাসান ও মিরাজ দ্বিতীয় ইনিংসেবল হাতে চেপে ধরেন বাবর আজম, শান মাসুদদের। তাদের দুজনের কল্যাণে সহজ লক্ষ্য তাড়ায় প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। পরের টেস্ট জয় বাংলাদেশের জন্য আরও বেশি তাৎপর্যপূর্ণ।



promotional_ad

মিরাজের ঘূর্ণিতে পাকিস্তানকে তিনশর আগে আটকে দিলেও ব্যাটিংয়ে নেমে মীর হামজা, খুররম শেহজাদের বোলিং তোপে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। এক পর্যায়ে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সেখান থেকে রেকর্ড জুটিতে বাংলাদেশকে পথ দেখান লিটন দাস ও মিরাজ। লিটন সেঞ্চুরি পেলেও মিরাজকে ফিরতে হয়েছে একশ ছোঁয়ার আগেই। লিড না পেলেও ম্যাচে ফেরে বাংলাদেশ।


দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা ও হাসান মাহমুদের পেস তোপে ভড়কে যায় পাকিস্তানের ব্যাটাররা। শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টেও জয় তুলে নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর দেশের সমর্থকদের ধারণা বাংলাদেশকে খানিকটা সমীহ করবে ভারত। কদিন আগে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও জানিয়েছেন এমনটাই।


যদিও ভারত সফরে বাংলাদেশ এমন কিছু করতে পারবে বলে মনে করেন না কার্তিক। ক্রিকবাজের হেই সিবি নামের অনুষ্ঠানে দর্শকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ভারতকে তাদের মাটিতে হারানো প্রায় অসম্ভব। বরং ভারতের সাবেক ক্রিকেটারের দাবি, বাংলাদেশকে হারাতে খুব বেশি সমস্যা না হবে না রোহিত, বিরাট কোহলিদের।



এ প্রসঙ্গে কার্তিক বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয় না (ভারতকে বাংলাদেশ কঠিন সময় উপহার দেবে)। আমার মতে ভারতকে ভারতের মাটিতে হারানো প্রায় অসম্ভব ব্যাপার। তারা পাকিস্তানকে হারিয়েছে ঠিকই তবে ভারতের জন্য বাংলাদেশকে হারানো খুব বেশি সমস্যা হবে বলে আমার মনে হয় না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball