পাকিস্তান ক্রিকেট

‘বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দলকে ভাগ করা হয়েছে’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:54 বুধবার, 04 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হোয়াইটওয়াশ হওয়াকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটাররা। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন রশিদ লতিফও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যানদের দোষারোপ করছেন তিনি।

গত চার বছরে পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন রমিজ রাজা, নাজাম শেঠি, জাকা আশরাফ এবং মহসিন নাকভি (বর্তমান চেয়ারম্যান)। পাকিস্তান জাতীয় দলের এই ব্যর্থতার দায়ভার তাদের সবাইকেই দিচ্ছেন রশিদ লতিফ। তবে বেশীরভাগ ক্ষোভ ঝেড়েছেন জাকা আশরাফের ওপর।

রশিদের লতিফের মূল ক্ষোভ বাবর আজমকে টেস্ট অধিনায়কত্ব থেকে বাদ দেয়া নিয়ে। তিনি মনে করেন এই কারণে পাকিস্তান দলে বিভাজন সৃষ্টি হয়েছে। এ ছাড়া নতুন টেস্ট দলপতি শান মাসুদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

রশিদ লতিফ বলেন, 'গত চার বছর যে-ই পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান হয়েছে, সে-ই এটা নষ্ট করেছে। শান মাসুদকে টেস্ট অধিনায়ক কে বানিয়েছে? বাবর আজমকে কে বাদ দিয়েছে? দল বানানো কার কাজ? জাকা আশরাফের? নাকি মিসবাহ'র?'

'আশরাফ যখন সবকিছু করছিল, দল সাজাচ্ছিল বা অধিনায়ক বানাচ্ছিল? আপনি জোর দিয়ে বাবরকে অবসর নেয়ালেন। সেখান থেকেই দলের পতন শুরু হয়েছে। শানকে আপনিই অধিনায়ক বানিয়েছেন আপনার লাভের জন্য, দলে বিভাজন সৃষ্টি হয়েছে। পুরো ক্ষমতাই একজন চেয়ারম্যানের কাছে, যে কিনা ক্রিকেট নিয়ে কিছুই জানে না।'

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি পাকিস্তান হারে দশ উইকেটে। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শান মাসুদের দল হারে ছয় উইকেটে।