বাংলাদেশ পাকিস্তান সিরিজ

বাংলাদেশ সিরিজে খেলতে চান আফ্রিদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 08:48 রবিবার, 14 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কোচ এবং ম্যানেজমেন্টের সঙ্গে দুর্ব্যবহারের কারণে শাহীন শাহ আফ্রিদিকে বাংলাদেশ সিরিজ থেকে বিশ্রাম দেয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল পাকিস্তানের সংবাদমাধ্যম। এদিকে পাকিস্তানের টেস্ট দলের হেড কোচ জেসন গিলেস্পিও আফ্রিদিকে বিশ্রাম দেয়ার ইঙ্গিত দেন। তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশ সিরিজে খেলতে চাইছেন আফ্রিদি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে এমনটাই। সম্প্রতি বাংলাদেশ সিরিজে খেলার ইচ্ছা প্রকাশ করেন স্বয়ং আফ্রিদি। আগামী ৬ আগস্ট বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের প্রস্তুতি ক্যাম্প শুরু হতে যাচ্ছে। সেই ক্যাম্পেও নাকি থাকছেন আফ্রিদি।

কয়েকদিন আগেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের হেড কোচ জেসন গিলেস্পি বলেন, ‘শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ সব সংস্করণ খেলে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অংশ নেয়। তারা সব ম্যাচ খেলতে পারে না। আমরা কম গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের বিশ্রাম দেওয়ার চেষ্টা করব।’

এদিকে বিশ্বকাপ চলাকালীন কোচদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন আফ্রিদি। দলে শৃঙ্খলা নিশ্চিতের দায়িত্বে থাকলেও এই পেসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেননি ওয়াহাব রিয়াজ। এরই মধ্যে পাকিস্তান দলের কোচিং প্যানেলের পক্ষ থেকে বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট জমা দেয়া হয়েছে।

সেখানেও উঠে এসেছে ক্রিকেটারদের বিভিন্ন বিষয়। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে কোচদের সঙ্গে দুর্ব্যবহারের ফলে কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছেন শাহীন আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ থেকেও তাকে বাদ দেয়া হতে পারে। যদিও পিসিবির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বেশ কয়েকটি সূত্র ক্রিকেট পাকিস্তানকে জানিয়েছে আফ্রিদির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি এজন্য তদন্ত চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের তদন্ত রিপোর্টে উঠে এসেছে পাকিস্তানের ক্রিকেটারদের শৃঙ্খলার অভাবের বিষয়টিও।