ভারত- বাংলাদেশ সিরিজ

বাংলাদেশ দারুণ কিছু ক্রিকেটার পেয়েছে, টেস্টে তাদের ভবিষ্যৎ ভালো: অশ্বিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:12 শনিবার, 07 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলকে যথেষ্ট সমীহ করছে ভারত। দলটির অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের কথায় বোঝা গেল তেমনটাই।

সর্বশেষ সিরিজে অসাধারণ পারফর্ম করেন মেহেদী হাসান মিরাজ। পুরো সিরিজে ব্যাট হাতে ১৫৫ রান ও বল হাতে দশ উইকেট নিয়ে সিরিজসেরা'র পুরষ্কার জিতেন তিনি। সেই ম্যাচের প্রথম ইনিংসে ছয় উইকেটে ২৬ রান হারানোর পর ১৩৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেন লিটন দাস।

এ ছাড়া পুরো সিরিজে অসাধারণ পারফর্ম করেন বাংলাদেশ দলের পেসাররা। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানাদের দাপটে একেবারেই সুবিধা করতে পারেননি বাবর আজম- শান মাসুদরা। বাংলাদেশের ক্রিকেটারদের চমকপ্রদ পারফরম্যান্স মনে ধরেছে অশ্বিনের।

তিনি বলেন, ‘চলো সর্বশেষ সিরিজ থেকে বাংলাদেশের ৫ জন সুপারস্টার পারফর্মার বেছে নেয়া যাক। মেহেদী হাসান মিরাজ ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন। লিটন দাস, সবসময়ই সে আমার পছন্দের একজন। দ্বিতীয় টেস্টে হাই কোয়ালিটি্র একটা সেঞ্চুরি করেছেন। মুশফিকুর রহিম, প্রথম টেস্টে অসাধারণ হান্ড্রেড মেরেছেন।’

‘এরপর শরিফুল ইসলাম, দ্বিতীয় টেস্টে তাসকিন আহমেদ। নাহিদ রানা তো দুর্দান্ত ছিল। তারা বেশি কিছু ম্যান উইনার পেয়েছে। সাদমান ইসলামও তো আছে। তারা আসলেই ভালো কয়েকজন ক্রিকেটার পেয়েছে। দেখে মনে হচ্ছে তাদের ভবিষ্যত খুবই ভালো।’

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ভেন্যু চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়াম। আগামী ৮ সেপ্টেম্বর থেকে ছুটি কাটিয়ে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা।