টি-টোয়েন্টি বিশ্বকাপ

মিলারকে আইসিসির তিরস্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:48 রবিবার, 23 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের খুব কাছে দক্ষিণ আফ্রিকা। শেষ আটে টানা দুই জয়ে শেষ চারের স্বপ্ন দেখছে প্রোটিয়ারা। যদিও শেষ ম্যাচে তাদের লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে শেষ ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ শুনলেন ডেভিড মিলার।

ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন মিলার। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটসম্যানকে। তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

ইংল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচে একটি ঘটনার জন্য শাস্তি পেয়েছেন মিলার। শুক্রবার সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৯তম ওভারে পেসার স্যাম কারানের একটি ফুল টস বল খেলার পর উচ্চতার জন্য ‘নো’ বলের আশা করেছিলেন মিলার। তবে আম্পায়ার ‘নো’ বল দেননি। 

তখন আম্পায়ারের সিদ্ধান্তে মিলার অসন্তোষ প্রকাশ করেন এবং রিভিউ নিতে ইঙ্গিত দেন। ওই ঘটনায় মিলারের শাস্তির কথা শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

৩৫ বছর বয়সী এই ক্রিকেটার নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটি ৭ রানে জিতে বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। সোমবার উইন্ডিজদের ম্যাচেই দলটির সেমিফাইনাল ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে।