টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফাইনালেই রানে ফিরবেন কোহলি, বিশ্বাস রোহিত-দ্রাবিড়ের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:21 শুক্রবার, 28 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বিরাট কোহলির। ভারত একের পর এক ম্যাচ জিতলেও রানের মাঝে নেই দলটির এই ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির এমন অফ-ফর্মে চিন্তিত ভারতের টিম ম্যানেজমেন্টও। যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেই ব্যাটে রান পাবেন কোহলি, এমনটাই বিশ্বাস দলটির অধিনায়ক ও হেড কোচের।

টি–টোয়েন্টি বিশ্বকাপে ৭ ইনিংসে ব্যাট করে ১০.৭১ গড়ে মাত্র ৭৫ রান করেছেন কোহলি। স্ট্রাইক রেট ১০০। আন্তর্জাতিক ক্রিকেটে এতোটা বাজে সময় খুব কমই কাটিয়েছেন কোহলি। আর তাই টিম ম্যানেজমেন্ট উদ্বিগ্ন হলেও তার এমন ফর্মে চিন্তিত নন রোহিত।

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর রোহিত বলেন, ‘আমরা তার ক্লাস (মান) বুঝি। ১৫ বছর ধরে খেললে ফর্ম আসলে কোনো সমস্যাই নয়। সে সম্ভবত ফাইনালের জন্য জমিয়ে রেখেছে (বড় রানের ইনিংস)।’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৯ বলে ৯ রান করে রিস টপলির বলে বোল্ড হন কোহলি। জাতীয় দলের হয়ে টি–টোয়েন্টিতে সর্বশেষ ৯ ইনিংসে তার কোনো হাফ সেঞ্চুরি নেই। সর্বোচ্চ খেলেছেন ৩৭ রানের ইনিংস, সেটাও সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে।

এদিকে তিন সংস্করণ মিলিয়েও সর্বশেষ ১১টি ইনিংসে হাফ সেঞ্চুরি নেই কোহলির। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে শেষ হওয়া আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার।

কোহলির অফ-ফর্ম নিয়ে রাহুল দ্রাবিড় বলেন, ‘বিরাটকে আপনারা জানেন। একটু ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেললে সব সময় সফল হওয়া যায় না। আজও (গতকাল ম্যাচে) যেমন, সে একটি ছক্কা মারার পর ভাবলাম ম্যাচের গতিপ্রকৃতি হয়তো ঠিক করে দেবে। কিন্তু তার দুর্ভাগ্য (আউট হওয়ার ডেলিভারি) বলটি একটু সিমের ওপর মুভমেন্ট করেছে। তবে ইনটেন্ট ভালো লেগেছে।’

‘এমন কিছু বলতে চাই না, যাতে হিতে বিপরীত হয়; তবে আমার মনে হয় বড় কিছুই আসছে। তার আচরণ ভালো লাগে এবং মাঠে যেভাবে নিজেকে নিংড়ে দেয়—আমার মনে হয় তার এটা (রানে ফেরা) প্রাপ্য।’