এলপিএলে মুস্তাফিজের দলে মাদুশঙ্কা-থুসারা
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে খেলবেন মুস্তাফিজুর রহমান। কদিন আগে বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। ড্রাফটের আগে রিটেইন এবং প্রি-সাইনড ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা।
যেখানে মুস্তাফিজের সঙ্গে ডাম্বুলার হয়ে খেলতে দেখা যাবে তারকা পেসার দিলশান মাদুশঙ্কা ও নুয়ান থুসারাকে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়ে আইপিএলে ডাক পেয়েছিলেন মাদুশঙ্কা। যদিও ইনজুরির কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা হয়নি তার। এদিকে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলে ফিরেছেন থুসারা।
তাদের দুজন ছাড়াও শ্রীলঙ্কানদের মাঝে ডাম্বুলার হয়ে খেলবেন দুসান হেমন্থ এবং প্রভীন জয়াবিক্রমা। বিদেশি হিসেবে মুস্তাফিজের সঙ্গে থাকছেন আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান। ডাম্বুলার পাশাপাশি বাকি চার দলেরও ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে।
কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন চামিকা করুনারত্নে, থিসারা পেরেরা, সাদিরা সামারাবিক্রমা, নিপুন ধনাঞ্জয়া, শাদাব খান এবং গ্লেন ফিলিপস। গল মারভেলসের হয়ে দেখা যাবে ভানুকা রাজাপাকশা, লাসিথ ক্রুসপুল্লে, নিরোশান ডিকওয়েলা, মাহিশ থিকশানা, টিম সেইফার্ট ও অ্যালেক্স হেলস।
জাফনা কিংসের জার্সিতে কুশল মেন্ডিসের সঙ্গী আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, বিজয়াকান্ত বিশ্বকান্ত, আজমতউল্লাহ ওমরজাই এবং নূর আহমেদ। আরেক দল বি-লাভ ক্যান্ডি চুক্তি করেছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশমন্থ চামিরা, কামিন্দু মেন্ডিস, আন্দ্রে ফ্লেচার ও কাইল মেয়ার্সের সঙ্গে।
আগামী ২১ মে অনুষ্ঠিত হবে এলপিএলের এবারের আসরের ড্রাফট। যেখানে নাম দিয়েছেন ২৪ দেশের ক্রিকেটার। ড্রাফটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নাম দিয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে ড্রাফটে নাম দিয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা।
এ ছাড়া সাউথ আফ্রিকার তাবরাইজ শামসি, পাকিস্তানের নাসিম শাহ, নিউজিল্যান্ডের টিম সাউদি, জেমস নিশাম, সাউথ আফ্রিকার রাসি ভ্যান ডার ডাসেন, রিজা হেন্ডরিক্স, রাইলি রুশো, লুঙ্গি এনগিদি, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ও আফগানিস্তানের মুজিব উর রহমান, রহমানউল্লাহ গুরবাজদের মতো ক্রিকেটার।