বুমরাহর এশিয়া কাপে খেলা নিয়ে শঙ্কা

ভারতের অনুশীলনে বুমরাহ, বিসিসিআই
ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ৫ টেস্টের মধ্যে তিনটিতে খেলেছেন জসপ্রিত বুমরাহ। এই তিন ম্যাচে তিনি মোট ১১৯.৪ ওভার বল করে নিয়েছেন ১৪ উইকেট। ফলে বোঝাই যাচ্ছে বড় ধকল গেছে বুমরাহর ওপর দিয়ে। এখন গুঞ্জন চলছে আসন্ন এশিয়া কাপে এই ভারতীয় পেসার খেলতে পারবেন কিনা।

promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজের ভাগ্য টিকে আছে ওভাল টেস্টের পর। এমন ম্যাচেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে খেলাতে পারেনি ভারত। ম্যানচেস্টার টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে ১০০ রানের বেশি খরচ করেন এই তারকা পেসার।


আরো পড়ুন

‘ভারত-পাকিস্তান ম্যাচের গ্যারেন্টি দিচ্ছি না, তবে ঝুঁকি নেই’

৮ আগস্ট ২৫
ভারত ও পাকিস্তান দলের ক্রিকেটাররা

সিরিজ শুরুর আগেই ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছিলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে বুমরাহ তিনটির বেশি টেস্ট খেলবেন না। সেই পরিকল্পনার অংশ হিসেবেই তাকে বিশ্রামে পাঠানো হয়েছে। সামনে এশিয়া কাপের আগে আর কোনো সিরিজ নেই ভারতের।


promotional_ad

এশিয়া কাপের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের একটি সিরিজের পরিকল্পনা করছে। সেখানে বুমরাহর খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে এশিয়া কাপে এই পেসারকে পেতে চাইবে ভারত। ঝামেলা বেধেছে এশিয়া কাপের পরে ভারতের ব্যস্ত টেস্ট সূচির কারণে। এশিয়া কাপ শেষ হবে ২৯ সেপ্টেম্বর।


আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২ অক্টোবর থেকে আহমেদাবাদে। এরপর দ্বিতীয় টেস্ট ১০-১৪ অক্টোবর, দিল্লিতে। নভেম্বর মাসে রয়েছে আরও দুটি টেস্ট সাউথ আফ্রিকার বিপক্ষে। ফলে এশিয়া কাপে বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নেয়া কঠিন হবে বলে জানিয়েছে বিসিসিআইয়ের একটি সূত্র।


বিসিসিআইয়ের সূত্রটি পিটিআইকে জানিয়েছে, 'এটা কঠিন সিদ্ধান্ত হবে। তবে বুমরাহ টেস্ট ক্রিকেট ভালোবাসেন এবং এখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টও আছে। টি-টোয়েন্টির ক্ষেত্রে সে জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজ খেলতে পারে, যা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্রেস রিহার্সাল।'


সূত্রটি আরও জানিয়েছে, 'যদি বুমরাহ এশিয়া কাপে খেলে এবং ভারত ফাইনাল পর্যন্ত যায়, তাহলে তার পক্ষে আহমেদাবাদে প্রথম টেস্ট খেলা সম্ভব নয়। তখন প্রশ্ন উঠবে, আপনি কি বুমরাহকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলাবেন, না কি এক মাসের বিশ্রামের পর এশিয়া কাপ খেলিয়ে নভেম্বরের সাউথ আফ্রিকা সিরিজের জন্য প্রস্তুত রাখবেন? এই সিদ্ধান্ত নিতে হবে অজিত আগারকার ও গৌতম গম্ভীরকে।" প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বুমরাহকে খুব বেশি ওয়ানডেতে খেলানো হবে না বলেও জানা গেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball