বোর্ডার - গাভাস্কার ট্রফি

পার্থে রোহিতকে পাচ্ছে না ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 23:07 Sunday, November 17, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দলের সঙ্গে এখনও অস্ট্রেলিয়া সফরে যাননি রোহিত শর্মা। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর এখনই অস্ট্রেলিয়াতে যাচ্ছেন না ভারতের অধিনায়ক। ফলে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে পাওয়া যাবে না তাকে। পার্থ টেস্টে শুভমান গিলের খেলা নিয়েও শঙ্কা আছে। এমন খবর জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

ভারতের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০ নভেম্বেরের আশেপাশে দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার কথা ছিল রোহিতের। তবে ১৫ নভেম্বর সন্তান প্রসব করেছেন ভারতের অধিনায়কের স্ত্রী রিতিকা সাজদে। সিরিজ শুরুর আগে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, এখন আর সন্তানের পাশে না থেকে যতদ্রুত সম্ভব রোহিতের অস্ট্রেলিয়ায় চলে যাওয়া উচিত। যদিও আপাতত স্ত্রী ও নবজাতক সন্তানের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত।

ভারতের অধিনায়কের না থাকা ভোগাতে পারে টপ অর্ডারকে। সবশেষ কয়েক মাসে যশস্বী জয়সাওয়ালের সঙ্গে নিয়মিত ওপেন করেছেন রোহিত। যদিও নিউজিল্যান্ড সিরিজে ধারাবাহিকভাবে রানের দেখা পাননি তিনি। দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন ডানহাতি এই ওপেনার। দিবা-রাত্রির ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচেও দেখা যেতে পারে তাকে।

রোহিতের না থাকার পাশাপাশি ভারতের চিন্তা বাড়াচ্ছে গিলের চোট। ২২ নভেম্বরে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজকে সামনে রেখে রুদ্ধদ্বার অনুশীলন করছে সফরকারীরা। ফিল্ডিং অনুশীলনের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন গিল। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এখন খবর জানালেও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ডানহাতি ব্যাটার পার্থে খেলবেন কিনা তা নিশ্চিত নয়।

ধারণা করা হচ্ছিল, সাম্প্রতিক সময়ে তিনে থিতু হওয়া গিলকে দেখা যেতে পারে রোহিতের ওপেনিং পজিশনে। তাকে নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় নতুন করে ভাবতে হচ্ছে ভারতকে। গিল খেলতে না পারলে জয়সাওয়ালের সঙ্গে ওপেনিং করতে দেখা যেতে পারে লোকেশ রাহুল ও অভিমন্যু ইশ্বরনকে। কয়েকদিন আগে রাহুল চোটে পড়লেও অনুশীলনে ফিরেছেন বলে খবর বেরিয়েছে। আন্তঃস্কোয়াড ম্যাচে প্রসিধ কৃষ্ণার বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন রাহুল।

এদিকে অভিষেকের অপেক্ষায় থাকায় অভিমন্যু সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত নয়। রোহিত শর্মা না থাকায় অস্ট্রেলিয়াতে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রিত বুমরাহ। এর আগে ২০২১-২২ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন ডানহাতি এই তারকা পেসার। এবারও রোহিত না থাকায় নেতৃত্বভার পড়েছে তাঁর উপর।