|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে পরপর দুইবার রাজশাহী বিভাগকে ব্যাটিংয়ে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা বিভাগ। দিনের খেলা বাকি থাকতে ইনিংস এবং ১১ রানের জয় পেয়েছে ঢাকা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ইনিংসে সুমন খানের তোপে মাত্র ৪২ রানে অলআউট হয় রাজশাহী। ব্যাটিংয়ে ১৮১ রানে অলআউট হওয়ার পর রাজশাহীকে দ্বিতীয় ইনিংসে ১২৮ রানে অলআউট করে ঢাকা।
১৩৯ রানে পিছিয়ে থাকলেও ম্যাচটি রাজশাহী হেরেছে মূলত এনামুল হকের অসাধারণ বোলিংয়ে। এ দিন ৫ উইকেট নিয়েছেন ঢাকার এই বোলার। ইনিংস ব্যবধানে জয় পাওয়ায় বোনাসসহ ৯ পয়েন্ট পেয়েছে ঢাকা।
এক উইকেটে ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল রাজশাহী। এনামুলের দারুণ বোলিংয়ের সামনে একপ্রান্ত কিছুক্ষণ আগলে রেখেছিলেন তানজিদ হাসান। ছয়টি চারে ৫২ বলে ৩৮ রান করে এই ওপেনার।
যদিও তিন বলের মধ্যে তানজিদ ও মিজানুর রহমানকে আউট করে ম্যাচটা একপেশে করে দেন এনামুল। মেহেরব শেষদিকে চেষ্টা করেও লাভ হয়নি। ৩৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। রিপন মন্ডল নেন ৩টি উইকেট।
জাতীয় লিগের ছয়টি ম্যাচে দুটি জয় এবং চারটি ৪ ড্র করেছে ঢাকা। এবারের জাতীয় দলে দুই নম্বরে উঠে এসেছে দলটি। ছয় রাউন্ড শেষে একটি ম্যাচ জিতেছে রাজশাহী। সঙ্গে একটি ড্র ও চারটি পরাজয় থাকায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম অবস্থানে আছে রাজশাহী।
প্রত্যাশিতভাবেই ম্যাচসেরার পুরষ্কার জিতে নেন প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ মাত্র ১৮ রানে ৭ উইকেট নেয়া সুমন। আগের দিন তার নৈপুণ্যেই নাকানি চুবানি খেয়েছিল রাজশাহী।
আজ ঝলক দেখিয়েছেন এনামুল। তার পাঁচটি উইকেট এসেছে মাত্র ৫৪ রান খরচায়। চলতি লিগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেয়েছেন তিনি। এবারের লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন তিনি। সবগুলো ম্যাচ খেলে ৩২ উইকেট নিয়েছেন এই পেসার।