আইপিএল

প্রথম দিনের নিলাম শেষে ১০ দলের স্কোয়াড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 00:19 Monday, November 25, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

দুদিনের মেগা নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ৫৭৫ জন ক্রিকেটার। তবে প্রথম দিন হাতুরির নিচে নাম তোলা হয়েছে প্রথম ১২ সেটের ৮৪ জন ক্রিকেটারকে। সেখান থেকে বিক্রি হয়েছেন ৭২ জন। যেখানে ২৪ জন বিদেশি ক্রিকেটার। তবে ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো এবং দেবদূত পাডিকালসহ মোট ১২ জন ক্রিকেটার দলে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। মেগা নিলামের প্রথম দিনে ৭২ জন ক্রিকেটারকে দলে নিয়ে ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে খরচ করেছেন ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি।

আইপিএল নিলামের ইতিহাসের সব রেকর্ড ভেঙে ২৭ কোটি রুপিতে বিক্রি হয়েছেন ঋষভ পান্ত। ভারতের উইকেটকিপার ব্যাটারকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হয়েছেন শ্রেয়াস আইয়ার। গত মৌসুমে শিরোপা জেতা অধিনায়ক এবার খেলবেন পাঞ্জাব কিংসের হয়ে। কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কেটেশ আইয়ারকে নিজেদের ডেরায় ফেরাতে খরচ করেছে ২৩.৭৫ কোটি রুপি। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পেসার আর্শদীপ সিং ১৮ কোটিতে আবারও পাঞ্জাবে ফিরেছেন।

মেগা নিলামের প্রথম দিন শেষে ১০ দলের স্কোয়াড-

মুম্বাই ইন্ডিয়ান্স-

রিটেনশন- জসপ্রিত বুমরাহ (১৮ কোটি রুপি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০) ও তিলক ভার্মা (৮ কোটি রুপি)।

নিলাম থেকে- ট্রেন্ট বোল্ট, নামান ধীর, রবিন মিনজ, কার্ন শর্মা।

সানরাইজার্স হায়দরাবাদ-

রিটেনশন- হেনরিখ ক্লাসেন (২৩ কোটি রুপি), প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি) ও নীতিশ কুমার রেড্ডি (৬ কোটি)।

নিলাম থেকে- মোহাম্মদ শামি, হার্শাল প্যাটেল, ইশান কিশান, রাহুল চাহার, অথার্ব টাইডে, অ্যাডাম জাম্পা, অভিনব মনোহর, সিমারজিত সিং।

চেন্নাই সুপার কিংস-

রিটেনশন- রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি রুপি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিভম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)।

নিলাম থেকে- ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠি, রাচিন রবীন্দ্র (রাইট ‍টু ম্যাচ), রবিচন্দ্রন অশ্বিন, খলিল আহমেদ, নূর আহমেদ, বিজয় শংকর, 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-

রিটেনশন- বিরাট কোহলি (২১ কোটি রুপি), রজত পাতিদার (১১ কোটি), ইয়াশ দয়াল (৫ কোটি)।

নিলাম থেকে- লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, জিতেশ শর্মা, জশ হেজেলউড, রাসিক সালাম দার, সুহাশ শর্মা

কলকাতা নাইট রাইডার্স-

রিটেইন- রিঙ্কু সিং (১৩ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), হার্শিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)।

নিলাম থেকে- ভেঙ্কেটেশ আইয়ার, কুইন্টন ডি কক, রহমানুল্লাহ গুরবাজ, অ্যানরিখ নরকিয়া, অঙ্গকৃষ রঘুবংশী, বৈভব অরোরা, মায়াঙ্ক মারকন্দে,

দিল্লি ক্যাপিটালস-

রিটেইন- অক্ষর প্যাটেল (১৬.৫০ কোটি), কুলদীপ যাদব (১৩. ২৫ কোটি), ট্রিস্টিয়ান স্টাবস (১০ কোটি), অভিষেক পোরেল (৪ কোটি)

নিলাম থেকে- মিচেল স্টার্ক, লোকেশ রাহুল, হ্যারি ব্রুক, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক (রাইট টু ম্যাচ), থাঙ্গারাসু নাটারজন, কারুন নায়ার, সামির রিজভী, আশুতোষ শর্মা, মোহিত শর্মা

রাজস্থান রয়্যালস-

রিটেইন- সাঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সাওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরান হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)

নিলাম থেকে- জফরা আর্চার, মাহিশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়া

গুজরাট টাইটান্স-

রিটেইন- রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬.৫০ কোটি), সাই সুদর্শন (৮.৫০ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।

নিলাম থেকে- কাগিসো রাবাদা, জস বাটলার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, নিশান্ত সিন্ধু, মাহিপাল লমরোর, কুমার কুসার্গা, অনুজ রাওয়াত, মানব সুথার,

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-

রিটেইন- নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণই(১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)

নিলাম থেকে- ঋষভ পান্ত, ডেভিড মিলার, এইডেন মার্করাম, মিচেল মার্শ, আভেষ খান, আব্দুল সামাদ, আরিয়ান জুয়াল,

পাঞ্জাব কিংস-

রিটেইন- শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরান সিং (৪ কোটি)

নিলাম থেকে- আর্শদীপ সিং (রাইট টু ম্যাচ), শ্রেয়াস আইয়ার, যুবেন্দ্র চাহাল, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, ইশান কিশান, নেহাল ওয়াদেরা, হারপ্রীত ব্রার, বি বিনোদ, ইয়াশ ঠাকুর, বিজয়কুমার