ফাইল ছবি

‘বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সাকিবের সম্পর্ক শেষ হয়ে যায়নি’

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে মাস ছয়েক পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের জার্সিতে খেলার সময় বাংলাদেশের তারকা অলরাউন্ডার নিজেই জানিয়েছেন, আগামী কয়েক মাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করবেন। তবে বাংলাদেশের হয়ে আবারও খেলতে পারবেন কিনা সেটার নিশ্চয়তা নেই। অনেকের ধারণা আওয়ামী লীগ সরকার পতনের ফলে আর কখনোই লাল সবুজের জার্সি গায়ে চাপাতে পারবেন না সাকিব। যদিও ইফতেখার আহমেদ মিঠু জানান, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সাকিবের সম্পর্ক শেষ হয়ে যায়নি।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক