আত্মবিশ্বাসের চূড়ায় সাকিব

promotional_ad

হায়দ্রবাদের জার্সিতেই দুই ম্যাচেই বল হাতে সফল ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে নিজেকে মেলে ধরতে না পারলেও বল হাতে উইকেট পেয়েছেন ঠিকই।


দুই ম্যাচের দুটিতেই জিতেছে সাকিবের দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি এখন খানিকটা নির্ভার। আর মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে সাকিব জানিয়েছেন হায়দ্রাবাদের হয়ে খেলাটা ভালোই উপভোগ করছেন তিনি।


কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে যোগ দিয়েছেন। তবে উপভোগ করছেন এখানে বলেও জানান এই বিশ্বসেরা।  কলকাতার জার্সিতে ৭ মৌসুম খেলার পর সেই অভিজ্ঞতাটাকেই হায়দ্রাবাদের হয়ে কাজে লাগাতে চান সাকিব।


promotional_ad

পাশাপাশি আইপিএলে কলকাতার জার্সিতে দুটি শিরোপা জিতেছেন যা তার কাছে অনেক বড় প্রাপ্তি। তিনি আরও জানান,


‘গত সাত বছর কলকাতা??? হয়ে খেলাটা অনেক বড় বিষয়। সেখানে অনেক অভিজ্ঞতাও হয়েছে। দুটো আইপিএল শিরোপা জয় বড় প্রাপ্তি আমার জন্য। সেসব অভিজ্ঞতা আমার মাথায় রয়েছে এবং আশা করছি সেগুলো সানরাইজার্সের হয়ে সেটা কাজে লাগাতে পারব।’


আইপিএলের হায়দরাবাদের প্রধান কোচ টম মুডি। যিনি বিপিএলের গেল আসরে রংপুর রাইডার্সের সঙ্গে কাজ করেছেন। বিপিএলে মুডির দলে না খেললেও তার সঙ্গে কথা হয়েছে ঠিকই। এর আগেও মুডির অধীনে খেলেছেন সাকিব।


অপরদিকে নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ সাইমন হেলমটও আছেন হায়দরাবাদে। যাদের কারণে আত্মবিশ্বাসের চুড়ায় আছেন তিনি। তাদের বিষয়ে আলাপকালে সাকিবে বলেন


‘বিবিএল খেলতে গিয়ে মেলবোর্নে তাঁদের সঙ্গে পরিচয় আমার। সাইমন হেলমট বাংলাদেশ দলেরও কোচ ছিলেন। তারা অনেক সহায়তা করছে আমাকে, আত্মবিশ্বাস যুগিয়েছে। এখন এই অভিজ্ঞতা দলকে দেওয়ার পালা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball