promotional_ad

আমরা বারবার একই ভুল করছি: শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘যারা মনে করেন বাংলাদেশের অধিনায়কত্ব সহজ, আপনারা ভুল রাজ্যে আছেন’

২০ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারল বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও লড়াই করতে পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে শান্ত নিজেই স্বীকার করলেন, এই ম্যাচে একই ভুল করেছে তার দল!


লড়াই-বিহীন হারের ধরণে যেন প্রথম ম্যাচেরই প্রতিচ্ছবি। পার্থক্য ছিল শুধু আগে এবং পরে ব্যাট করায়। বুধবার দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারে ৮৬ রানের বিশাল ব্যবধানে। ভারতের ২২১ রানের পাহাড়ের জবাবে ২০ ওভার ব্যাটিং করে ১৩৫ রানের বেশি করতে পারেননি শান্ত-মাহমুদউল্লাহরা।


ম্যাচ শেষে শান্তর সরল স্বীকারোক্তি, 'আমার মনে হয় আমরা বারবার একই ভুল করছি। দল হিসেবে এটা মোটেও ভালো ব্যাপার নয়। আমাদের অবশ্যই উন্নতি করতে হবে।'


promotional_ad

এই ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। ভারতের মতো দলকে তাদেরই ঘরের মাঠে পরিচিত কন্ডিশনে আগে ব্যাটিংয়ে পাঠানোর স্বপক্ষেই যুক্তি দেন তিনি। বোলাররা মাঝের ওভারগুলোতে ভালো না করার আক্ষেপ ঝরল তার কণ্ঠে।


আরো পড়ুন

ভারতের বিপক্ষে খেললে কোহলিকে মিস করবেন লিটন

২২ মিনিট আগে
লিটন দাস ও বিরাট কোহলি, আইসিসি

ম্যাচে পাওয়ার প্লে'র মধ্যেই ভারতের তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মার পর সূর্যকুমার যাদবকেও ফিরিয়ে দেয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান এই তিনটি উইকেট নেন। এরপর নিতিশ রেড্ডি আর রিঙ্কু সিংয়ের ঝড়ো ফিফটিতে ভারত চড়ে রানের পাহাড়ে।


টসের সিদ্ধান্ত নিয়ে শান্ত বলেন, 'আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত ছিল। প্রথম ৬-৭ ওভারে আমরা বেশ ভালো করেছিলাম কিন্তু তারপর আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। এরপর তারাও বেশ ভালো ব্যাটিং করেছে। মাঝের সময়টায় আমাদের এক-দুটো উইকেট প্রয়োজন ছিল কিন্তু আমরা উইকেট নিতে পারিনি।'


'আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে সেটা ভালো ব্যাপার। মুস্তাফিজ, তানজিম সাকিব, তাসকিনও ভালো বোলিং করেছে। কিন্তু যেটা বললাম আমরা মাঝের ওভারগুলোতে উইকেট নিতে পারিনি।'


১২ অক্টোবর হায়দরাবাদে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। হোয়াইটওয়াশ এড়াতে সেই ম্যাচে ব্যাটারদের কাছ থেকে দায়িত্বশীলতা প্রত্যাশা করেন শান্ত, 'ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball