promotional_ad

সাকিব কিংবদন্তি, তার অনেক অভিজ্ঞতা আছে: বাবর

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

২৩ ঘন্টা আগে
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্যই টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে পাকিস্তানের। এই সিরিজে ব্যাট হাতে দারুণ সময় কেটেছে বাবর আজমের। ৫ ম্যাচে ৪২.৬ গড়ে ২১৩ রান করেছেন তিনি। সিরিজের প্রথম তিন ম্যাচেই করেছেন হাফ সেঞ্চুরি। ফর্মের তুঙ্গে থাকা বাবর এখন বাংলাদেশে।


চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছেন তিনি। নিউজিল্যান্ড সিরিজ শেষে সোজা বাংলাদেশের বিমান ধরেছেন বাবর। রাতে ঢাকায় পা রেখে পরদিন দুপুরেই মাঠে নেমেছেন। বাবর জানিয়েছেন দুইবার ফ্লাইট বদলাতে হলেও কোনো ক্লান্তি অনুভব করছেন না তিনি।


ব্রডকাস্টারদের সঙ্গে আলাপকালে বাবর বলেন, 'দীর্ঘ বিমান যাত্রা শেষে এসেছি। এখানে আসার জন্য দুটি ফ্লাইট ধরতে হয়েছে। বিশ্রাম নিয়ে নিজেকে এই ম্যাচের জন্য প্রস্তুত করেছি। যখনই খেলতে নামি, প্রত্যাশা সবসময়ই উঁচুতে থাকে। নিজের সর্বোচ্চটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করব।'


promotional_ad

উপমহাদেশের উইকেট বরাবরই স্পিন বান্ধব। বাবর মনে করেন বিপিএলেও একই রকম উইকেট হবে। বিপিএলের উইকেট নিয়ে তিনি বলেন, 'আমার মনে হয়, এখানে বড় চ্যালেঞ্জটা হলো স্পিন। এখানে স্পিন সহায়ক উইকেট থাকে এবং সবাই খুব ভালো মানের স্পিনার। এটি আমার দ্বিতীয় বিপিএল। প্রথমবার ভিন্ন দলে খেলেছি। খুবই রোমাঞ্চিত আমি।'


আরো পড়ুন

বিগ ব্যাশ মাতাবেন আফ্রিদি-রিজওয়ানসহ পাকিস্তানের ৬ ক্রিকেটার

১৯ জুন ২৫
বিগ ব্যাশ মাতাবেন আফ্রিদি-রিজওয়ানসহ পাকিস্তানের ৬ ক্রিকেটার, ফাইল ফটো

এর আগেও বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে বাবরের। ২০১৬ সালে তিনি সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন। দীর্ঘ ৮ বছরের বিরতির পর আবারও বিপিএলে খেলতে এসেছেন তিনি। অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশের উইকেট নিয়ে স্পষ্ট কোনো ধারণা নেই বাবরের। তবে তিনি আশাবাদী এবার ভালো উইকেটেই খেলতে পারবেন।


বাবরের ভাষ্য, 'এখানে আমরা অনেক ম্যাচ খেলেছি। সত্যি বলতে আমিও এই পিচের আচরণ সম্পর্কে বলতে পারব না। প্রতিবার এটি ভিন্ন আচরণ করে। এখন মনে হচ্ছে তুলনামূলক ভালো উইকেট। কিছুটা ময়েশ্চার আছে। প্রথম কয়েক ওভার গুরুত্বপূর্ণ।'


চোখের সমস্যার কারণে বিপিএলের ঢাকা পর্ব থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। চিকিৎসার জন্য এই অলরাউন্ডার এখন সিঙ্গাপুরে। ফলে এই টাইগার অলরাউন্ডারের সঙ্গে খেলতে অপেক্ষায় থাকতে হচ্ছে বাবরকে। সাকিবের সঙ্গে সাক্ষাত না হলেও তাকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের এই ব্যাটার।


রংপুর দলে সাকিবের মতো কিংবদন্তি ক্রিকেটার থাকায় অনেক ভালো হয়েছে বলে মনে করেন তিনি। সাকিবের প্রশংসা করে বাবর বলেন, 'সে একজন কিংবদন্তি। সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। তার অনেক ভালো অভিজ্ঞতা আছে। আমার জন্য ভালো যে, আমাদের একজন সাকিব আল হাসান আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball