ফিল্যান্ডারকে গালমন্দ করলেন বাটলার!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যকার কেপ টাউন টেস্টের ফলাফল আসে পঞ্চম দিনের শেষ সেশনে। শ্বাসরুদ্ধকর অবস্থার এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডারকে গালাগাল করে বসেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার!


যা স্পষ্ট শোনা যায় স্টাম্প মাইকে। বাটলারের গালমন্দ করার দৃশ্য সরাসরি সম্প্রচার করে স্টার স্পোর্টসও। যে কারণে তাদেরকে ক্ষমাও চাইতে হয়েছে।


promotional_ad

সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে কেপ টাউন টেস্ট খেলতে নামে ইংল্যান্ড। জিততে মরিয়া ছিল ইংল্যান্ড, অন্যদিকে কোনো মতে ম্যাচ ড্র করাই একমাত্র লক্ষ্য ছিল স্বাগতিকদের।


দিনের ১৯.৪ ওভারের খেলা বাকি তখন, ইংল্যান্ডের প্রয়োজন তিন উইকেট। এমন পরিস্থিতিতে বল দ্রুত বোলারের কাছে থ্রো করতে গিয়ে উইকেটে থাকা ফিল্যান্ডারের বাধাপ্রাপ্ত হন বাটলার।


সঙ্গে সঙ্গে মুখ খারাপ করে ফিল্যান্ডারকে উদ্দেশ্য করে বাটলার বলেন, ‘সরে দাঁড়াও সামনে থেকে, মাথামোটা!’ যা স্পষ্ট স্টাম্প মাইকে ধরা পড়ে। এরপরও মৌখিক তিরস্কার চালিয়ে যান বাটলার। তবে তা আর মাইকে শোনা যায়নি।


ধারাভাষ্যকার মাইকেল আথারটন ক্ষমা চান বাটলারের গালমন্দের জন্য। উত্তেজনায় এমন হয়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।


শেষ পর্যন্ত ম্যাচটি ১৮৯ রানের বড় ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। চার ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে সমতায় আছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball