ক্রিকেটকে বিদায় জানালেন প্রবীণ কুমার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের পেসার প্রবীণ কুমার। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন এই পেসার।
তবে ক্রিকেটকে বিদায় জানালেও ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে কোচিং নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী এই ক্রিকেটার বলেন,

'আমি ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। দ্রুততার সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। অনেক ভাবনা চিন্তার পরেই বুঝলাম, এটাই খেলা ছাড়ার সঠিক সময়।
এখান থেকে অনেক কিছু পেয়েছি। আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। বিসিসিআই, ইউপিসিএ ও রাজীব শুক্লাকে অসংখ্য ধন্য়বাদ আমার স্বপ্নপূরণ করার জন্য়।”
দেশের হয়ে মোট ৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই পেসার। ২০০৭ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। আর ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোশেষ ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি।
সেই সঙ্গে কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট লায়ন্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল মাতিয়েছেন প্রবীণ। এমনকি ২০১০ সালের আইপিএল মৌসুমে হ্যাটট্রিক করেছিলেন এই ডানহাতি পেসার।