বাংলাদেশ আর স্পিন নির্ভর দল নয়ঃ মাশরাফি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কয়েক বছর পূর্বেও বাংলাদেশ দলের বোলিং বিভাগের প্রধান শক্তি ছিল স্পিনার। কিন্তু সে ধারা গত হয়েছে তিন-চার বছর পূর্বেই। এখন প্রতি ম্যাচেই দলে প্রাধান্য পাচ্ছেন পেসাররা, জানিয়েছেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। তাই অভিজ্ঞ এবং তরুণ পেসারদের নিয়ে শক্তিশালী এখন টাইগারদের পেস বোলিং লাইন আপও।
তবে দলকে হতাশ করেননি পেসাররা, তাঁদের সামর্থ্যও দেখিয়ে আসছেন প্রতিনিয়ত, মনে করছেন তিনি। তাই আগামীতেও পেস বোলিং বিভাগের দিকেই বেশি নজর থাকবে তাঁর, শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন মাশরাফি।

'বাংলাদেশ দলকে শেষ তিন চার বছর অবশ্যই কাছে থেকে দেখেছেন। আমরা ৯৯% সময় তিন জন ফাস্ট বোলারকে ব্যাক আপ করেছি, যে কোন অবস্থায় ও যে কোন উইকেটে। আমরা পেস বোলিংকে সবসময় প্রাধান্য দিয়েছি। আর আমাদের পেস বোলিং বিভাগ ভাল করছেও। খারাপও করেছে, কিন্তু ভালোর সংখ্যাটা বেশি এবং ম্যাচ উইনিং পারফর্মেন্স অনেক আছে। আমরা অবশ্যই ওই জায়গায়াতেই আছি। আমরা যতদূর সম্ভব, এটা ব্যাক আপ করেই যাব।'
গেল এশিয়া কাপেও প্রমাণ মিলেছে, বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগ এখন কতটা কার্যকরী। এশিয়া কাপের প্রতি ম্যাচেই শুরুতে উইকেট এনে দিয়েছে পেসাররা। শেষ ওভারের ম্যাচেও দলকে জিতিয়েছেন মুস্তাফিজুর রহমান। রুবেল হোসেনের বোলিং তো ছিল সবচেয়ে বেশি মিতব্যয়ী, সাথে মাশরাফি নিজেও বল হাতে ছিলেন অসাধারণ।
শুধু তাই নয়, বিশ্বকাপেও অসাধারণ বোলিং করে ইংল্যান্ডের বিপক্ষে জয় এনে দিয়েছিলেন রুবেল। তাই বলে স্পিনারদের ভূমিকা নিয়েও কোন সন্দেহ নেই মাশরাফির মনে। যেহেতু উপমহাদেশের কন্ডিশন স্পিন সহায়ক, তাই সে ব্যাপারটিও মাথায় রাখছেন তিনি।
'একই সাথে উপমহাদেশ ও মিরপুরের উইকেটে স্পিনের বড় ভূমিকা থাকে। আমরা স্পিন দিয়ে তাদেরকে এর আগে অনেক সময় অল আউট করেছি। এটা অবশ্যই আমাদের মাথায় আছে এবং থাকবে। একই সাথে আমরা পেস বোলারদের ফ্ল্যাট উইকেট বলেন, সিমিং উইকেট বলেন, সব জায়গায় আমরা ব্যাক আপ দিয়েছি। সেটা দিয়ে যেতে চাই।'