promotional_ad

অবশেষে ফিক্সিংয়ের দায় স্বীকার কানেরিয়ার

দানিশ কানেরিয়া
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


অবশেষে দীর্ঘ নয়টি বছর পর স্পট ফিক্সিংয়ের দায় স্বীকার করে নিয়েছেন সাবেক পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়া। ২০০৯ সালের সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টিতে ডারহামের বিপক্ষে এক ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল সাবেক অ্যাসেক্স বোলার মারভিন ওয়েস্টফিল্ডের বিরুদ্ধে। যার মূল কলকাঠি নাকি নেড়েছিলেন কানেরিয়াই। 


ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) করা ফিক্সিংয়ের অভিযোগের ভিত্তিতে ওয়েস্টফিল্ড সেসময় আদালতে দাবি জানিয়েছিলেন কানেরিয়ার প্ররোচনাতেই নাকি ফিক্সিংয়ে জড়িয়েছিলেন তিনি। কিন্তু কানেরিয়ার বিরুদ্ধে আনা সেই ফিক্সিংয়ের অভিযোগটি প্রমাণিত না হওয়ায় সেসময় তাঁকে ছেড়ে দিয়েছিল ইসিবি।


যদিও তাঁকে আজীবনের জন্য ইংলিশ কাউন্টি থেকে নিষিদ্ধ করে ইসিবি। এবার ৩৭ বছর বয়সী স্পিনার নিজেই স্বীকার করে নিয়েছেন তাঁর দোষ। আল জাজিরাকে দেয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন,  


promotional_ad

'আমার নাম দানিশ কানেরিয়া এবং আমি স্বীকার করছি যে আমার বিরুদ্ধে ২০১২ সালে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড যে দুইটি অভিযোগ এনেছিল তাতে আমি দোষী ছিলাম। আমি এখন যথেষ্ট শক্ত এই সিদ্ধান্তটি নেয়ার (দোষ স্বীকার) জন্য, কারণ আপনি কখনোই মিথ্যার ওপর বেঁচে থাকতে পারবেন না।' 


গত কয়েক বছর থেকেই নিজেকে নির্দোষ দাবি করে ফিক্সিং অভিযোগের বিরুদ্ধে আপিল করে আসছিলেন কানেরিয়া। তাঁর মূল লক্ষ্য ছিল নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ইংলিশ কাউন্টিতে ফেরা। কিন্তু সেই লক্ষ্য সফল হয়নি তাঁর।  


এদিকে দোষ স্বীকার করে ওয়েস্টফিল্ডের কাছে ক্ষমাও চেয়েছেন কানেরিয়া। পাশাপাশি তাঁকে আরেকটি সুযোগ দেয়া হলে তরুণ ক্রিকেটারদের উন্নয়নে সাহায্য করবেন বলেও জানান তিনি। সাবেক এই পাকিস্তানি স্পিনার বলেন,


'আমি মারভিন ওয়েস্টফিল্ডের কাছে ক্ষমা চাচ্ছি। পাশাপাশি আমার অ্যাসেক্স সতীর্থ, অ্যাসেক্স ক্রিকেট ক্লাব এবং অ্যাসেক্স সমর্থকদের কাছেও ক্ষমা চাই। আমি পাকিস্তানকে বলতে চাই আমি দুঃখিত। আমাকে যদি ইসিবি এবং আইসিসি দ্বিতীয় আরেকটি সুযোগ দেয় তাহলে আমি তরুণ ক্রিকেটারদের ক্রিকেটে শিক্ষা প্রদান করতে সাহায্য করব, তাঁদেরকে শেখাবো যে তোমরা যদি ভুল কিছু করো তাহলে আমার মতোই শেষ হয়ে যাবে।'


উল্লেখ্য পাকিস্তানের হয়ে ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত মোট ৬১টি টেস্টে ২৬১ উইকেট শিকার করেছেন কানেরিয়া। যেখানে টার গড় ৩৪.৭৯। এখনও পাকিস্তানের অন্যতম সেরা স্পিনার হিসেবে তাঁকে গণ্য করা হয়।


সুত্র- ক্রিকইনফো



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball