টাইগার যুবাদের বড় সংগ্রহের জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম চারদিনের ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ৩০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। জবাবে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ লঙ্কানদের।
কলম্বোর নন্দেস্ক্রিপ্ট ক্রিকেট গ্রাউন্ডে আগের দিনের ৩ উইকেট হারিয়ে ২০৯ রান নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ যুব দল। স্কোরবোর্ডে রান তোলার আগেই আউট হন শামিম হোসেন (৪৩)।

তিনি, লঙ্কান বোলার ড্যানিয়েলের বলে উইকেটরক্ষক মিশারার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর আরও ৪ রান যোগ করে আউট হন বাংলাদেশ যুব দলের অধিনায়ক তৌহিদ হৃদয় (৫৪)।
লঙ্কান বোলারদের তোপে যুবা দলের শেষ ৫ ব্যাটসম্যানের ৪ জনই দুই অঙ্কে পৌঁছুতে পারেননি। তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অমিত হাসান। বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি ৬৪ রানের ইনিংস খেলেন।
৯৯ বলের এই ইনিংসে ৬টি চার মেরেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। শ্রীলঙ্কা যুব দলের হয়ে ৪ উইকেট নিয়েছেন চামিদু উইজেসিংহে। ২ উইকেট করে শিকার করেছেন ড্যানিয়েল, সাঞ্জায়া, সান্দুন মেন্ডিস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলে দিন শেষ করেছে লঙ্কান যুবারা। লঙ্কান ওপেনার কামিল মিশারাকে (১৯) বোল্ড করে একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন যুবা টাইগার অধিনায়ক তৌহিদ হৃদয়।
দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার হয়ে নাভোদ পার্নাভিতানা ৩৫ ও নিপুন ধনঞ্জয়া ৫ রান করে অপরাজিত আছেন। মূলত এই দুই ব্যাটসম্যানের দিকেই তৃতীয় দিনে তাকিয়ে থাকবে শ্রীলঙ্কা দল।