দুই সিনিয়রকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে প্রোটিয়ারা

ছবি: জিন পল ডুমিনি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। আর এই সফরে দলের সঙ্গে থাকছেন না অভিজ্ঞ প্রোটিয়া অলরাউন্ডার জিন পল ডুমিনি।
মূলত ডান কাঁধের ইনজুরির কারণেই এই সফরে যাচ্ছেন না জেপি ডুমিনি।
৩৪ বছর বয়সী এই ক্রিকেটার শুধু অস্ট্রেলিয়া সফরই নয়, মিস করতে যাচ্ছেন এমজানি সুপার লীগের প্রথম আসরও। দল যখন অস্ট্রেলিয়াতে সিরিজ খেলবে তখনই ডান কাঁধের অপারেশন করিয়ে নিবেন তিনি।

বিষয়টি মিডিয়ার সামনে নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি। মঙ্গলবার দিন মিডিয়ার সামনে তিনি জানিয়েছেন,
'জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সময়ে জেপি ডান কাঁধে ইনজুরি আক্রান্ত হয়েছে। এটার জন্য চিকিৎসা দরকার। তাই অস্ট্রেলিয়া সফর ও এমজানি সুপার লীগ থেকে দূরে থাকতে হবে তাঁকে।'
উল্লেখ্য, এমজানি সুপার লীগে কেপটাউন ব্লিটজের মারকিউ ক্রিকেটার ছিলেন জেপি। কিন্তু তিনি লীগে অংশ না নেওয়ায় তাঁর জায়গায় কুইন্টন ডি কককে রেখেছে ফ্রেঞ্চাইজিটি।
এদিকে ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরে প্রোটিয়া দলে থাকবেন না ওপেনার হাশিম আমলাও। সেই সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচের পাশাপাশি একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।