কোহলিকে গ্রেট বলতে নারাজ হুপার

ছবি: উমেশ যাদব এবং ভিরাট কোহলি

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজের সাবেক অধিনায়ক কার্ল হুপারের চোখে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি শুধুই একজন ভালো খেলোয়াড়! ২৯ বছর বয়সে কোহলিকে গ্রেট ক্রিকেটার বলা নিয়ে সন্দিহান তিনি।
তবে তিনি নিশ্চিতভাবে আশা করেন যে, ভারতীয় অধিনায়ক যখন তার ক্যারিয়ার শেষ করবেন তখন তিনি একটি বিশেষ স্থানে পৌঁছাবেন। হুপারের ভাষ্যমতে,

'ভিরাট খুবই ভালো একজন ক্রিকেটার। তবে তিনি কি একজন গ্রেট খেলোয়াড়? আমি বলতে পারছিনা। তবে সে যখন ক্যারিয়ার শেষ করবে তখন হয়তো সেখানে পোঁছাতে পারবে।'
একইসাথে হুপার ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের সঙ্গে কোহলির তুলনা নিয়ে মন্তব্য করেছেন।
'ভিরাট এমনও এমন পর্যায়ে পৌঁছায়নি যেখানে তার সাথে স্যার ভিভ রিচার্ডস অথবা টেন্ডুলকারের মত কিংবদন্তির সাথে তুলনা করা যেতে। তাঁরা একেবারে ভিন্ন দুইটি প্রজন্ম থেকে এসেছে।'
উল্লেখ্য, কার্ল হুপার ওয়েস্ট ইন্ডিজের সোনালি ক্রিকেট যুগের অন্যতম এক কাণ্ডারি। উইন্ডিজের হয়ে খেলেছেন ১০২ টি টেস্ট ম্যাচ। ৩৬.৪৬ গড়ে এগারো হাজারেরও বেশি রানের পাশাপাশি বল হাত রয়েছে তাঁর ১১৪ টি উইকেট।
শুধু টেস্ট নয় নিজের যুগে ওয়ানডেতেও দারুণ সফল ছিলেন হুপার। ২২৭ টি ম্যাচ খেলে করেছিলেন ৩৫ এর সামান্য উপর গড়ে ৭৫১৭ রান। উইকেট পেয়েছেন ১৯৩ টি।