এবার বাংলাদেশ ভ্রমণে বিশ্বকাপ ট্রফি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপ ট্রফি নেমেছে বিশ্ব ভ্রমণে। আর তার ধারাবাহিকতায় চলতি মাসের ১৭ তারিখে ট্রফি আসছে বাংলাদেশেও। ঢাকা, খুলনা, সিলেট এবং চট্টগ্রাম-বাংলাদেশের চারটি শহরে ঘুরবে এই ট্রফি। দর্শকদের থাকবে কাছ থেকে দেখার এবং ছবি তোলার সুযোগ।
ভ্রমণে আসা ট্রফিটি বাংলাদেশ সাতদিন অবস্থান করবে। যার মধ্যে ঢাকায় থাকবে ১৭ থেকে ১৯ অক্টোবর তিনদিন, খুলনায় থাকবে ২০ অক্টোবর, সিলেটে ২১ এবং চট্টগ্রামে দুইদিন- (২২ ও ২৩ অক্টোবর)।

২৭ আগস্ট ২০১৮ সোমবার, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর দুবাই থেকে শুরু হয়েছিল বিশ্বকাপ ট্রফির যাত্রা। ২১টি দেশের ৬০টি শহর ভ্রমণ করবে এই ট্রফি। ভ্রমণ শেষে ক্রিকেটের তীর্থস্থান ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রবেশ করবে ২০১৯ বিশ্বকাপের ট্রফিটি।
তবে শুধু ক্রিকেট খেলুড়ে দেশগুলো বা ক্রিকেটের জনপ্রিয়তা আছে এমন জায়গায়তেই নয়, ক্রিকেট তেমন পরিচিত নয় এমন দেশগুলোতেও যাবে বিশ্বকাপ ট্রফি। ইতিমধ্যেই আমেরিকায় ট্রফিটি ঘুরে এসেছে।
যাবে নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, রুয়ান্ডার মত দেশগুলোতেও। যার প্রধান লক্ষ হচ্ছে এই অঞ্চলগুলোতে ক্রিকেটের পরিচিতি এবং জনপ্রিয়তা বৃদ্ধি করা। তবে অবাক করা ব্যাপার হচ্ছে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও বিশ্বকাপ ট্রফি যাচ্ছেনা আফগানিস্তান??।
উল্লেখ্য ২০১৯ সালের ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ।