একই তালিকায় ধোনি, রানাতুঙ্গা, পাইলট ও বাশার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্টে দলের অধিনায়কত্ব পালনকালে সবচেয়ে বেশি ইনিংস ব্যবধানে হারের রেকর্ড বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের। তাঁর ক্রিকেট ক্যারিয়ারে ১২টি টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মাসুদ। যেখানে ১০টি ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা।
এই রেকর্ডে দ্বিতীয় অবস্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক জন রেইড। কিউইদের হয়ে ৩৪টি টেস্টে অধিনায়কত্ব করেছিলেন তিনি। যার মধ্যে ১০টি টেস্টে ইনিংসে পরাজিত হয়েছিল তাঁর দল।

টেস্টের এমন লজ্জাজনক রেকর্ডে রয়েছেন আরেক বাংলাদেশি অধিনায়ক। হাবিবুল বাশার, যিনি টাইগার টেস্টে দলের কাপ্তান ছিলেন ১৮টি টেস্টে। সাবেক এই অধিনায়কের দায়িত্বে ৯টি ম্যাচে ইনিংস ব্যবধানে পরাজয়ের মুখ দেখেছিল বাংলাদেশ।
বাশারের পরেই রয়েছেন ইংলিশ সাবেক অধিনায়ক নাসের হুসাইন। ৪৫টি টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন তিনি। যার মাঝে ৯টি টেস্টে ইনিংসে হেরেছিল ইংলিশরা।
শ্রীলঙ্কান বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও রয়েছেন এই কাতারে। লঙ্কানদের হয়ে ৫৬ টেস্টে অধিনায়কত্ব করেছিলেন তিনি। যেখানে ৯টি টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল দল।
মহেন্দ্র সিং ধোনি, ভারতকে সব ধরনের ট্রফি এনে দেয়া অধিনায়ক। তাঁরও রয়েছে এই রেকর্ডে নাম। ভারতের হয়ে ৬০টি টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন ধোনি। তাঁর অধীনে ৮টি ম্যাচে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল ভারত।