promotional_ad

পাকিস্তানকে মাটিয়ে নামিয়ে আনলেন কুবরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্কোরঃ


পাকিস্তান ৯৪ অল আউট, ৩৫ ওভার (জাভেরিয়া খান ২৯), (খাদিজা তুল কুবরা ২০/৬)


টি-টুয়েন্টি সিরিজে ব্যর্থ হওয়ার পর এবার এক মাত্র ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে ওয়ানডেতে দেখা গিয়েছে ভিন্ন এক বাংলাদেশকে। টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে পাত্তা না পাওয়া টাইগ্রেসরা এদিন সফরকারীদের দাঁড়াতেই দেয়নি।


বাংলাদেশের হয়ে এদিন বল হাতে আলো ছড়িয়েছেন অফ স্পিনার খাদিজা তুল কুবরা। তাঁর ঘূর্ণিতে পাকিস্তান অল আউট হয়েছে মাত্র ৯৪ রানে, কুবরার শিকার ২০ রান দিয়ে ৬ উইকেট। 


promotional_ad

কক্সবাজারারে সকাল সাড়ে নয়টা বাজে শুরু হওয়া ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। টসে হেরে বোলিংয়ে নামা টাইগ্রেস বোলাররা শুরু থেকে পাকিস্তানকে চাপে রাখতে পারে নি। প্রথম পাওয়ার প্লে'তে অনায়েসে রান তুলেছে পাকিস্তান।


দ্বিতীয় পাওয়ার প্লে'তে এসে ইনিংসের ১২তম ওভারে প্রথম ব্রেক থ্রু পায় টাইগ্রেসরা। পাকিস্তান দারুণ শুরু পেলেও ১৮তম ওভারে এসে ম্যাচে ফিরে বাংলাদেশ। দলীয় ৬১ থেকে ৭৬ রানের মধ্যে মিডেল অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে তাঁরা। টাইগ্রেসদের ম্যাচে ফেরান কুবরা। তবে ৫ উইকেট হারালেও উইকেটে থিতু হয়ে খেলতে থাকেন অধিনায়ক জাভেরিয়া।


মিডেল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে দলের হাল ধরার চেষ্টায় ছিলেন এই ব্যাটসম্যান। তবে তিন উইকেট শিকার করা অফ স্পিনার খাদিজা তুল কুবরা'র ঘূর্ণির সামনে ইনিংস লম্বা করতে ব্যর্থ হন তিনি। কুবরার চতুর্থ শিকার হয়ে ২৯ রানে বিদায় নেন তিনি। 


এরপর  এই অফ স্পিনারের ঘূর্ণির সামনে আর দাঁড়াতে পারেনি পাকিস্তান। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। কুবরার শিকার ৬ উইকেট মাত্র ২০ রান দিয়ে। 


বাংলাদেশ স্কোয়াডঃ


রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়শা রহমান, শামীমা সুলতানা, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রীতু মনি, সাঞ্জিদা ইসলাম , শারমিন সুলতানা, সুরায়া আজমিন, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, মুর্শিদা খাতুন।


পাকিস্তান স্কোয়াডঃ


জাভেরিয়া ওয়াদুদ (অধিনায়ক), বিবি নাহিদা, আয়শা জাফর, মুনিব আলী সিদ্দিকী, সিদরা আমিন, ওমাইমা সোহেল, নিদা রশিদ, সিদরা নওয়াজ, সানা মীর, নাশরা সুন্দু, আনুম আমিন, নাটালিয়া পারভেজ, আলিয়া রিজা, ডায়ানা বেগ, আইমান আনোয়ার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball