ভারতের রান পাহাড়ের পর ক্যারিবিয়ানদের ব্যাটিং বিপর্যয়

ছবি: ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দল

|| ডেস্ক রিপোর্ট ||
অভিষেক টেস্টেই দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় ওপেনার পৃথ্বী শ। এরপর অধিনায়ক ভিরাট কোহলির ১৩৬ ও রবীন্দ্র জাদেজার প্রথম সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৬৪৯ রানের পাহাড় গড়েছে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৪ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা এখনও পিছিয়ে আছে ৫৫৫ রানের ব্যবধানে। ২৭ রান করে রস্টন চেজ ও ১৩ রান করে কিমো পল অপরাজিত আছেন।
পাহাড় সমান রান তাড়া করতে নেমে দলীয় ৭ রানের মধ্যেই দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট (২) ও কিরণ পাওয়েলের (১) উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দুজনকেই ফিরিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

শাই হোপ ১০ রান যোগ করে আউট হয়েছেন অশ্বিনের বলে বোল্ড হয়ে। এরপর হ্যাটমিয়ার (১০) হয়েছেন রান আউটের শিকার। এরপর রস্টন চেজ সুনীল অ্যাম্ব্রিস (১২) ও ডওরিচকে নিয়ে ছোটো দুটি জুটি গড়লেও দুজনকে দ্রুত ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদভ।
বাকি সময়টা দেখে শুনে কাটিয়ে দিয়েছেন রস্টন চেজ ও কিমো পল। এর আগে, শুক্রবার (৫ অক্টোবর) রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ক্যারিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ভিরাট কোহলি।
সঙ্গে দারুণ এক রেকর্ডে নাম লেখান তিনি। স্যার ডন ব্র্যাডম্যানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম ২৪তম টেস্ট সেঞ্চুরির নজির গড়েন ভারতের এই অধিনায়ক। ২৪তম সেঞ্চুরি পেতে স্যার ডনের ৬৬ ইনিংস লেগেছিল।
কোহলি ১২৩ ইনিংস খেলে সেই রেকর্ডে ভাগ বসান। দলীয় ৫৩৪ রানে ষষ্ঠ উইকেট হিসেবে শেরমান লুইসের বলে দেবেন্দ্র বিশুর হাতে ক্যাচ তুলে নিয়ে ব্যক্তিগত ১৩৯ রানে আউট হয়েছেন ভারতীয় দলপতি।
এরপর রানের চাকা সচল রেখেছেন রবীন্দ্র জাদেজা। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ১৩২ বলে ৫ চার ও ৫ ছক্কায় টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এই অলরাউন্ডার। দুই দিনে চার সেশন ব্যাট করেন তিন সেঞ্চুরি আর দুই অর্ধশতকে রানের পাহাড় গড়ে ভারত।
আগের দিন সেঞ্চুরি হাঁকান অভিষিক্ত পৃথ্বী শ। ৯৮ বলে ১০০ করা শ শেষ পর্যন্ত ১৩৪ রানের ইনিংস খেলে ক্যারিবিয়ান স্পিনার দেবেন্দ্র বিশুর বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন প্রথম টেস্টেই নজর কাড়া ব্যাটিং উপহার দেওয়া এই ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচের সবচেয়ে সফল বোলার তিনিই। বিশু একাই নিয়েছেন ৪ উইকেট। ২ উইকেট পেয়েছেন লুইস, ১টি করে উইকেট পেয়েছেন গ্যাব্রিয়েল, কিমো পল, চেজ ও ব্যাথওয়েট।