আফগানদের হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

ছবি: আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট দল

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানরা আফগানদের ৩১ রানের ব্যবধানে হারিয়েছে। স্কোরবোর্ডে রান তোলার আগেই দুই ওপেনারের বিদায়ের পর নুভানিদু ফার্নান্দোর দাপুটে এক সেঞ্চুরিতে ২০৯ রানের লড়াইয়ের পুঁজি গড়েছিল শ্রীলঙ্কা।
বাকি কাজটা সেরেছেন বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের মাত্র ১৭৮ রানেই বেধে ফেলে শ্রীলঙ্কা। যুব এশিয়া কাপের ফাইনালে আগামী রোববার ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
এই ম্যাচের শুরুতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রানের খাতার খোলার আগেই দুই ওপেনারের বিদায়ে বড় চাপে পড়ে শ্রীলঙ্কা। চার নম্বরে নেমে একপ্রান্ত আগলে রেখে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন ফার্নান্দো।
অন্যপ্রান্তে ছিল ব্যাটসম্যানদের আসা যাওয়া। পঞ্চম উইকেটে কালানা পেরেরার সঙ্গে ৫৭ ও ষষ্ঠ উইকেটে নিপুন পেরেরার সঙ্গে ৬৭ রানের দুটি জুটি গড়েন নুভানিদু ফার্নান্দো। ইনিংসের শেষ বলে সাজঘরে ফেরার আগে ১২৯ বলে ৮ চার ও ৩ ছক্কায় খেলেন ১১১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই লঙ্কান ব্যাটসম্যান।

আফগানিস্তানের হয়ে আব্দুল রহমান নেন ৩ উইকেট। ১ টি করে উইকেট গেছে আজমতউল্লাহ, কায়েস, সামিউল্লাহ আর আবিদের ঝুলিতে। এরপর লঙ্কানদের মাঝারি সংগ্রহ তাড়া করতে নামে আফগানরা।
তাদের শুরুটা দারুণ হয়। অধিনায়ক রহমানউল্লাহ গুরবাজ (৪৬) ও বসির খান (২৭) দলকে ২ উইকেটে ১১৩ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান। তবে এই দুজনের ফেরার পরই শুরু হয় ব্যাটসম্যানদের আসা যাওয়া।
মাত্র ৬৫ রানে শেষ ৮ উইকেট হারানো দলটি অলআউট হয়ে যায় ইনিংসের ৯ বল বাকি থাকতে। লঙ্কানদের হয়ে বাঁহাতি স্পিনার শাশিকা দুলশান একাই নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন নাবোদ পারানাভিথানা ও কালহারা সেনারত্নে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলঃ ৫০ ওভারে ২০৯/৭ (পারারাভিথানা ০, নিশান ফার্নান্দো ০, মিশারা ১২, নুভানিদু ফার্নান্দো ১১১, সেনারত্নে ৬, কালানা পেরেরা ২২, নিপুন পেরেরা ২৭, সুরিয়াবান্দারা ১৯*; আজমতউল্লাহ ১/৩০, রহমান ৩/৪২, আরিফ ০/২৪, কায়েস ১/৩১, সামিউল্লাহ ১/৪৮, রিয়াজ ০/১০, আবিদ ১/২২)
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলঃ ৪৮.৩ ওভারে ১৭৮ (রিয়াজ ১৫, রহমানউল্লাহ ৪৬, বসির ২৭, আরিফ ২০, কায়েস ০, ইজাজ ৩৭, আজমতউল্লাহ ১০, আবিদ ০, ইশাক ২, রহমান ১১, সামিউল্লাহ ০*; কালান পেরেরা ০/২৫, মালিঙ্গা ০/২০, সেনারত্নে ২/৪১, দুলশান ৪/২৪, ওয়েলালাগে ১/৪৬, পারানাভিথানা ২/১০)
ফলাফলঃ৩১ রানে জয়ী শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।