আফগানিস্তান-বাংলাদেশের পার্থক্য দেখালেন সালাহউদ্দিন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে আফগানিস্তানের চেয়ে বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। র্যাংকিংয়েও এর চাক্ষুষ প্রমাণ দেখা যায়। আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তামিম-মুশফিকদের এক ধাপ উপরে অবস্থান আফগানদের। আর এর সবই সম্ভব হয়েছে দেশটির বিশ্বমানের স্পিনারদের কল্যাণে।
রশিদ খান, মুজিব উর রহমানদের মতো স্পিনাররা আফগানিস্তানকে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। এক লেগ স্পিনার রশিদকেই এখন পর্যন্ত পুরোপুরি বুঝে উঠতে পারেননি বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানেরা।
অথচ মুদ্রার উল্টো পিঠ বাংলাদেশের ক্ষেত্রে। দেশটিতে এখনও রশিদের মতো লেগ স্পিনার তৈরি হয়নি। বাংলাদেশের অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাহউদ্দিন এর পেছনে একটি কারণ দেখিয়েছেন। তাঁর মতে উইকেট এবং পরিবেশের তারতম্যের কারণেই আফগানিস্তানে বিশ্বমানের স্পিনার তৈরি হচ্ছে।

আফগানিস্তানের বেশিরভাগ উইকেটই সাধারণত ফ্ল্যাট হয়। সেকারণে সেখানে টিকে থাকার জন্য অনেক আগে থেকেই নিজেদের পোক্ত করার প্রচেষ্টায় রত থাকেন বোলাররা। দীর্ঘ পরিশ্রমের ফসল হিসেবেই একটা সময় দুর্দান্ত বোলারে পরিণত হন তারা। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সালাহউদ্দিন।
সাকিব-তামিমদের কোচ বলেন, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের বোলাররা এই ধরণের বোলিং শিখতে পেরেছে কারণ ওদের ঘরের মাঠের উইকেটের জন্য। আমি মনে করি সম্ভবত ওদের উইকেট ফ্ল্যাট এবং ভালো স্কিল না থাকলে সেখানে টিকে থাকা অনেক কঠিন। এই কারণে হয়তো এভাবেই নিজেদের গড়ে তুলেছে তারা।'
আফগানদের চেয়ে বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট সাধারণ মানের বলেও অভিহিত করেন সালাহউদ্দিন। দেশের অন্যতম অভিজ্ঞ এই কোচের মতে আফগানিস্তান দলে বেশ কিছু ক্রিকেটার রয়েছে যারা বাংলাদেশের অনেকের থেকেই বেশ এগিয়ে রয়েছে কিছু জায়গায়।
সালাহউদ্দিনের ভাষায়, আমরা যদি স্পিনের ব্যাপারে বলতে যাই তাহলে অবশ্যই স্বীকার করতে হবে যে আমরা অনেকটাই সাধারণ মানের। ব্যাটসম্যানরা সহজেই বুঝে ফেলতে পারে। এখানে নতুন কিছু নেই। এটাও হতে পারে যে তাদের বোলিংয়ে যথেষ্ট ভ্যারিয়েশন নেই, তাই তারা সুযোগ কম পায়। টি-টোয়েন্টিতে আফগানদের অনেক উপযোগী ক্রিকেটার রয়েছে এবং আপনি সেটি অস্বীকার করতে পারবেন না। কিছু কিছু ক্রিকেটার আসলেই আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে বেশ কিছু জায়গায়।'
বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোতেও আফগানিস্তানের ক্রিকেটাররা নিয়মিত খেলে থাকেন। ফলে অভিজ্ঞতা এবং স্কিলের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকছেন তারা। এক্ষেত্রে সবচাইতে বেশি অভিজ্ঞ রশিদ খান। বিশ্বের প্রায় প্রতিটি জনপ্রিয় লিগেই খেলেছেন তিনি।
এই দিকটি তুলে ধরে সালাহউদ্দিন তাই বলেছেন, 'ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোতে খেলা আফগান ক্রিকেটারদের বেশিরভাগই বোলার। আর সেখানে খেলা বোলারদের স্কিল এমনই যে তারা দলকে চাপমুক্ত করতে পারে। সেটি উইকেট নিয়ে, নাহলে রানের চাকায় বাঁধ দিয়ে। আমাদের সাধারণ বোলারদের মতো নয় তারা। ওরা আরো বেশি কঠিন বোলার।'