সেঞ্চুরির জবাব রেকর্ড সেঞ্চুরিতে দিলেন আতাপাত্তু

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা নারী দলের হয়ে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করার নজির গড়লেন দলটির অধিনায়ক চামারি আতাপাত্তু। সেঞ্চুরি করে দারুণ এক রেকর্ডেও নাম লিখিয়েছেন তিনি। প্রথম নারী অধিনায়ক হিসেবে রান তাড়া করতে নেমে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন তিনি।
যদিও আতাপাত্তুর সেঞ্চুরির দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪১ রানে হেরে গেছে শ্রীলঙ্কা। মাত্র ৬৬ বলে ১১৩ রানের ইনিংস খেলার পথে দর্শনীয় সব স্ট্রোক খেলেছেন লঙ্কান দলের এই নারী অধিনায়ক।

তাঁর ইনিংসটি সাজানো ছিল ১২টি চার এবং ৬টি ছক্কায়। আগে ব্যাটিং করে বেথ মুনিরের ৬১ বলে ১১৩ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ২১৭ রানের বিশাল পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। ম্যাচ না জিততে পারলেও বেথের সেঞ্চুরির জবাব সেঞ্চুরি দিয়েই দিয়েছেন লঙ্কান অধিনায়ক আতাপাত্তু।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৭ রানের মধ্যেই শীর্ষ ২ উইকেট হারায় লঙ্কান নারী দল। যদিও এক প্রান্ত ধরে রেখে খেলেছেন আতাপাত্তু। তৃতীয় উইকেটে হানসিমা করুনারত্নের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন লঙ্কান অধিনায়ক।
হানসিমা ১৬ রান করেছেন। বাকি ৬০ রানই এসেছে আতাপাত্তুর ব্যাট থেকে। এরপর তাঁকে কেউ সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত আতাপাত্তু আউট হন ১১৩ রান করে। সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে লঙ্কান মেয়েরা।