বিসিবি

নাহিদার সবুজ দলকেও হারাল বিসিবি অনূর্ধ্ব-১৫ দলের ছেলেরা

আগের ম্যাচেই নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ নারী লাল দলকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছেন বিসিবি অনূর্ধ্ব-১৫ দলের ছেলেরা। তিন দলের টুর্নামেন্টে নাহিদ আক্তারের সবুজ দলকেও হারালেন তারা। ওমের ৮২ রানের সঙ্গে ইরফানের ৪৮ রানের ইনিংসে ১৮৯ রানের পুঁজি পায় ছেলেরা। বৃষ্টি আইনে বাংলাদেশ নারী সবুজ দলের লক্ষ্য দাঁড়ায় ১৭৭ রান। সেই লক্ষ্য তাড়ায় রুবাইয়া হায়দার ঝিলিকের ৫১ ও সোবহানা মোস্তারির ৩৫ রানের ইনিংসের পরও জিততে পারেনি তারা। নাহিদার দলকে ৪১ রানে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বিসিবি অনূর্ধ্ব-১৫ দল।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক