কোহলিকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল খেলবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দারুণ একটি রেকর্ড হাতছানি দিচ্ছে বাংলাদেশ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে।
আর মাত্র ১০ রান করতে পারলেই শের-ই বাংলায় টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন মাহমুদউল্লাহ। যে ১০ রান তাঁকে নিয়ে যাবে ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিরও উপরে। মিরপুরের এই মাঠে ১১ টি-টোয়েন্টিতে ৪৭২ রান করা কোহলি শীর্ষে আছেন। আর ২১ ম্যাচে ৪৬৩ রান নিয়ে দুই নম্বরে আছেন মাহমুদউল্লাহ।

কোহলি এবং মাহমুদউল্লাহর পর যথাক্রমে তিন এবং চার নম্বরে আছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দেশের হয়ে মিরপুরে ২৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক।
ব্যাট হাতে তাঁর সংগ্রহ ৩৭৫ রান। অধিনায়ক সাকিব ১৯ ম্যাচে ৩৪৮ রান করেছেন। তালিকার পাঁচ নম্বরে আছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। শের-ই বাংলায় ১১ ম্যাচে ৩৩৮ রান করেছেন তিনি।
ছক্কার দিক থেকে অবশ্য সবার উপরেই অবস্থান মাহমুদউল্লাহর। সংক্ষিপ্ত এই ফরম্যাটে মিরপুরে ১৭টি ছক্কা মেরেছেন তিনি। মাহমুদউল্লাহর পর এই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। স্যামুয়েলস ১৪টি এবং ম্যাক্সওয়েল ১২টি ছক্কা মেরেছেন মিরপুরে।