promotional_ad

রিশাদকে টেস্ট দলে দেখতে চান মুশতাক

রিশাদ হোসেন, ফাইল ফটো
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক মৌসুমের প্রথম ৪ ম্যাচেই আট উইকেট নেন রিশাদ হোসেন। পিএসএলে অবশ্য একটানা তিনটি ম্যাচে খেলা হয়নি তার। এরপর একটি ম্যাচে সুযোগ পেয়ে নেন আরো এক উইকেট। এবার তাকে বাংলাদেশের হয়ে লাল বলের ক্রিকেটেও দেখতে চান মুশতাক আহমেদ।

promotional_ad

প্রথম ম্যাচে খেলার সুযোগ না হলেও কোয়েটার বিপক্ষে পিএসএলে অভিষেক হয় রিশাদের। সেই ম্যাচে ৩১ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তিনি। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। মুলতান সুলতানসের বিপক্ষে ৪৫ রান দিলেও ২ উইকেট নিয়েছিলেন রিশাদ।


আরো পড়ুন

বিসিবির নজরদারিতে পাকিস্তানে থাকা রিশাদ-নাহিদ

৭ মে ২৫
রিশাদ হোসেন (বামে) ও নাহিদ রানা (ডানে), ফাইল ফটো

তবে নিজের চতুর্থ ম্যাচে ছিলেন উইকেটশূন্য। এরপর তিন ম্যাচ তাকে খেলায়নি দল। করাচি কিংসের বিপক্ষে ২৮ রান খরচায় নেন এক উইকেট। ৮.৭০ ইকোনমি রেটে পাঁচ ম্যাচে মোট নয়টি উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।


promotional_ad

বাংলাদেশের স্পিন বোলিং কোচ হওয়ার সুবাদে তাকে খুব কাছ থেকে দেখেছেন মুশতাক আহমেদ। পিএসএলে পেশাওয়ার জালমির স্পিন বোলিং কোচ হিসেবেও কাজ করছেন তিনি। সেখানেই ক্রিকফ্রেঞ্জির কাছে রিশাদকে লাল বলে খেলতে দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি।


আরো পড়ুন

উডের কারণে নাহিদ পিএসএলে খেলতে পারছেন না: মুশতাক

৫ ঘন্টা আগে
পেশাওয়ারের হয়ে অনুশীলনে নাহিদ রানা, পেশাওয়ার জালমি

মুশতাক বলেন, 'রিশাদ খুবই দূর্দান্ত ক্রিকেটার। সে একের ভিতর তিন। সে ব্যাটও করতে আপ্রে, ফিল্ডিং ও দূর্দান্ত করে। সে তরুণ লেগ স্পিনার, দিন দিন তার আরো উন্নতি হচ্ছে। তার খুব বেশি প্রথম শ্রেনীর ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। কিন্তু তবুও টি-টোয়েন্টি এবং ৫০ ওভারের ক্রিকেটে সে খুবই দূর্দান্ত এক বোলার। সে মিডল ওভারে এসে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, এটা সে প্রমাণ করেছে। আমার মনে হয় সে বাংলাদেশের মূল্যবান এক সম্পদ।'


'নাহিদ এবং রিশাদ বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদের উচিত তাদের দেখাশোনা করে রাখা। এটা নিশ্চিত করা যে তারা লাল বলের ক্রিকেট টা নিয়মিত খেলছে, বিশেষ করে রিশাদ। তার লাল বলে খেলা জরুরী, তাহলে সে আরো কিছু টেকনিক এবং স্পিন বোলিং টা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। সব মিলিয়ে বলতে গেলে দুজনই বেশ স্কিলফুল ক্রিকেটার এবং ম্যাচ উইনার। মূলত তারা দলের এক্স ফ্যাক্টর।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball