পাকিস্তান ক্রিকেট

পাকিস্তানকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দল বানাতে চান গিলেস্পি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:20 শনিবার, 27 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান দলের। ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ হয়েছে তারা। ২০ ওভারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাবর আজমের দল। টেস্ট দলের প্রধান কোচ হলেও পাকিস্তান দলের এই ব্যর্থতা পোড়াচ্ছে জেসন গিলেস্পিকে। 

তিনি পাকিস্তান দলকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দল বানানোর আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে পাকিস্তানের সাদা পোশাকের কোচ হিসেবে যাত্রা শুরু করতে চলেছেন সাবেক এই অজি পেসার। এর আগেই পাকিস্তান দল নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।

গিলেস্পি বলেন, ‘আমি চাই পাকিস্তানের মানুষ এবং মিডিয়া জাতীয় দলের খেলা দেখে বলুক, এরকম স্টাইলে দলের ক্রিকেট খেলা উচিত। সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে ইংল্যান্ড। কারও কোনো সন্দেহ নেই যে ইংল্যান্ড কেমন ক্রিকেট খেলে। সকলেই জানে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের মাইন্ডসেট কেমন। আমি এটাই আমার দলের মধ্যে আনতে চাই। আমি চাই না কোচ হিসেবে দলে যোগ দিয়ে শুধুই এটা করতে চাই বা ওটা করতে চাই বলব। আমার কাজ দলের সবাইকে সমর্থন করা আর ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বের করে নিয়ে আসা।’

বেশ কয়েক মাস আগে পাকিস্তান দলের দায়িত্ব নিলেও অনেক ক্রিকেটারের সঙ্গেই আলোচনা হয়নি গিলেস্পির। তিনি বাংলাদেশ সিরিজের আগে যোগ্য ক্রিকেটারদের নিয়ে দল গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন। বিশেষ করে এই সিরিজে ফর্মে থাকা ক্রিকেটাররাই সুযোগ পাবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তান কোচ।

গিলেস্পি আরও বলেন, ‘আমি মাত্রই এখানে এসেছি। প্রথমে ক্রিকেটার ও অন্যান্য কোচদের সঙ্গে বসে তাদের মধ্যে কিছু বিষয়ে আলাপ করতে চাই। আমরা বিশ্বের অন্যান্য দেশ কীভাবে ক্রিকেট খেলছে সে ব্যাপারে স্পষ্ট জানি। তারা সফল হচ্ছে কি না তা নয়, অন্তত তাদের অস্তিত্ব যে আছে সেটাই জানে সবাই। সে হিসেবে আমি সেটাই বলতে চাই, খেলার সঙ্গে সঙ্গতিপূর্ণ খেলোয়াড় নিয়ে স্কোয়াড গড়তে হবে এবং এগিয়ে যেতে হবে এভাবে। ফর্মে থাকা ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফের সমন্বয় এবং পিসিবির সঙ্গে একত্রে আমরা নিশ্চিতভাবে উন্নতি ও সফলতার পথে এগিয়ে যেতে পারব।’

কানাডায় চলছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। একই সময়ে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট এবং ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট চলছে। পাকিস্তানের অনেক ক্রিকেটারই এসব টুর্নামেন্টে নাম লিখিয়েছিলেন। তবে ব্যস্ত সূচির কথা মাথায় রেখে তাদের আর খেলার অনুমতি দেয়া হয়নি। গিলেস্পি মনে করেন পাকিস্তান দলের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

তার ভাষ্য, ‘ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির আওতায় রয়েছে। বোর্ড থেকে তারা ভালোই টাকা পাচ্ছে, তাই আমাদের অধিকার রয়েছে ক্রিকেটারকে ফিটনেসের জন্য বিরতি নিতে বলার, যাতে তাদের পারফরম্যান্সে উন্নতি হয়। এ ছাড়া পাকিস্তানের পরের সিরিজের জন্য মানসিক এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে ক্রিকেটারদের। আমরা চাই ক্রিকেটাররা লিগে খেলে অভিজ্ঞতা অর্জন করুক, কিন্তু পাকিস্তানের কথাও তো ভাবতে হবে। পরে এ নিয়ে সৎভাবে কিছু আলোচনা করতে হবে, কিন্তু এই মুহূর্ত পাকিস্তান ক্রিকেটের যা দরকার সেটাই করা হয়েছে।’