আইপিএল

পুরো দল হার্দিকের পাশে ছিল: বুমরাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:56 শুক্রবার, 26 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

গত আইপিএলের আগে হুট করেই গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর রোহিত শর্মাকে সরিয়ে তার হাতেই অধিনায়কত্ব দেয় দলটি। তবে পুরো আসর জুড়েই বিবর্ণ পারফরম্যান্সে সমালোচনার মুখে পড়েন হার্দিক। মুম্বাই আইপিএল শেষ করে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে।

অনেকের ধারণা রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করায় মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভাঙন দেখা গিয়েছিল। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন দলটির তারকা পেসার জসপ্রিত বুমরাহ। তিনি জানিয়েছেন কঠিন সময় গেলেও তারা সবাই হার্দিকের পাশেই ছিলেন।

এ প্রসঙ্গে বুমরাহ বলেছেন, 'গোটা দুনিয়ায় সকলে যা ভাবে ভাবুক, আমরা জানি আসল ঘটনা কী। গোটা দল হার্দিকের পাশে ছিল। সমর্থকেরা যা করছিল, তাকে আমরা কখনই প্রশ্রয় দেইনি। আমরা হার্দিকের সঙ্গে কথা বলতাম। ওর কিছু প্রয়োজন কি না জিজ্ঞাসা করতাম। একটা পরিবারের মতো ওর পাশে থেকেছি। কিন্তু তার পরেও অনেক কথা হয়েছে। আসলে কিছু কিছু বিষয় আপনার নিয়ন্ত্রণে থাকে না। সেটাই হয়েছে।'

অবশ্য এ কারণে সমর্থকদের দোষ দেখছেন না বুমরাহ। দলের প্রতি আবেগ ও ভালোবাসা থেকেই তারা এমন অভিব্যক্তি জানিয়েছিলেন বলে ধারণা ভারতীয় এই পেসারের। ক্রিকেটার হিসেবে নিজেদের আবেগ ধরে রাখতে হয়েছে তাদেরকেও।

তিনি বলেন, 'আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আবেগের বড় জায়গা আছে। এখানে সকলেই আবেগ নিয়ে চলে। আমরা বুঝতে পারি, কোনও সিদ্ধান্ত খারাপ লাগলে সমর্থকেরা রেগে যায়। সেটা আবেগের জন্যই। আমরাও আবেগপ্রবণ। তবে ক্রিকেটার হিসাবে আমাদের সেই আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। সেটাই হার্দিক করেছিল।'

মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতেও দুয়ো শুনতে হয়েছিল হার্দিককে। এই অলরাউন্ডার অবশ্য সেই ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন। তাই হাসিমুখে পুরো মৌসুম খেলতে পেরেছেন বলে জানালেন বুমরাহ। হার্দিক যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন তার প্রশংসা করেছেন বুমরাহ।

তিনি বলেছেন, 'এটা সহজ নয়। আপনি মাঠে নেমে শুনছেন গ্যালারি থেকে আপনার বিরুদ্ধে চিৎকার হচ্ছে। তার মাঝে খেলা কঠিন। কারণ, আপনি তো আর কান বন্ধ করে থাকতে পারবেন না। হার্দিক পেরেছিল। হাসিমুখে গোটা মৌসুম খেলেছে। এক বারও রাগ দেখায়নি। হতাশ হয়নি। সে যেভাবে এই পরিস্থিতি সামলেছে তা এক কথায় অসাধারণ।'