চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে মাঝরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে মাঝরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ, ক্রিকফ্রেঞ্জি

আজ (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দিবাগত রাত ১টায় বিমানে ওঠেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর
6 hrs ago
দলের সঙ্গে গিয়েছেন কোচিং স্টাফ ক্রিকেটাররা সবাই। এর আগে বুধবার বাংলাদেশ দলের অনুষ্ঠানিক ফটো সেশন অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে শিরোপা জয়ের প্রত্যাশা করেছেন অধিনায়ক শান্ত।

এবারের আসরে বাংলাদেশের গ্রুপে থাকছে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। আসর শুরুর আগে পাকিস্তান শাহীনসের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে শাহীনস।
আইসিসি শুধু ভারতের কথা শোনে: অ্যান্ডি রবার্টস
9 hrs ago
এরপর ২০ ফেব্রুয়ারি দুবাইতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে পরের দুটি ম্যাচ। শেষের দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড- তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।