promotional_ad

বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের মেয়েদের সূচি

আইসিসি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে না পারায় নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। ৯ এপ্রিল লাহোরে পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের। নিগার সুলতানা জ্যোতিরা অবশ্য মাঠে নামবেন টুর্নামেন্টের দ্বিতীয় দিন। ১০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ থাইল্যান্ড।

promotional_ad

বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। দিবারাত্রির ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১৫ এপ্রিল স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে লড়াই করতে হবে জ্যোতি-নাহিদা আক্তারদের। লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে ১৭ এপ্রিল। 


আরো পড়ুন

প্রিমিয়ার লিগ মাতিয়ে বাছাইপর্বের স্কোয়াডে জান্নাতুল-ইশমা-রিতু

১৩ মার্চ ২৫
জান্নাতুল ফেরদৌস সুমনা (বাঁয়ে) ও ইশমা তানজিম, ফাইল ফটো

হেইলি ম্যাথিউসের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছর ওয়ানডে সিরিজ হেরেই সরাসরি নারী বিশ্বকাপ খেলা থেকে ছিটকে যায় বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে খেলতে হবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। ১৯ এপ্রিল ম্যাচটি হবে পাকিস্তান-বাংলাদেশ, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড। মূল টুর্নামেন্টের আগে ৫ ও ৭ এপ্রিল প্রস্তুতি ম্যাচ খেলবে।


রাউন্ড রবিন পদ্ধতিতে হবে ৬ দলের বিশ্বকাপ বাছাই পর্ব। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দুটি দল জায়গা করে নেবে ভারত বিশ্বকাপ। অক্টোবরে হতে যাওয়া নারী বিশ্বকাপে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। এদিকে পাকিস্তান যদি বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে তাহলে তারা ভারতে খেলতে যাবে না। তখন পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। 



promotional_ad

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন এবং তাজ নেহার। পায়ের চোটের কারণে দলে নেই লতা মণ্ডলও। সবশেষ নারী ডিপিএলে আলো ছড়িয়ে সুযোগ পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা, ইশমা তানজিম এবং রিতু মনি। 


তাদের তিনজনের মধ্যে জান্নাতুল-রিতু স্কোয়াডে ফিরলেও প্রথমবার ডাক পেয়েছেন ইশমা। সর্বশেষ নারী ডিপিএলের চ্যাম্পিয়ন দল শেলটেক ক্রিকেট একাডেমির হয়ে খেলেছেন জান্নাতুল এবং ইশমা। দলকে চ্যাম্পিয়ন করতে বল হাতে ২১ উইকেট নিয়েছেন স্পিনার সুমনা। তাঁরই সতীর্থ ইশমা ব্যাটিংয়ে আলো ছড়িয়ে ৭ ম্যাচে করেছেন ৩৩৬ রান। গুলশানের হয়ে ৮ ম্যাচে  ১৮ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৬৩ রান করেন রিতু। 


নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি:-

তারিখ ম্যাচ ভেন্যু
৯ এপ্রিল পাকিস্তান-আয়ারল্যান্ড গাদ্দাফি স্টেডিয়াম
৯ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
১০ এপ্রিল বাংলাদেশ-থাইল্যান্ড লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
১১ এপ্রিল পাকিস্তান-স্কটল্যান্ড লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
১১ এপ্রিল আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ গাদ্দাফি স্টেডিয়াম
১৩ এপ্রিল স্কটল্যান্ড-থাইল্যান্ড লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
১৩ এপ্রিল বাংলাদেশ-আয়ারল্যান্ড গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)
১৪ এপ্রিল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)
১৫ এপ্রিল আয়ারল্যান্ড-থাইল্যান্ড লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
১৫ এপ্রিল বাংলাদেশ-স্কটল্যান্ড গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)
১৭ এপ্রিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
১৭ এপ্রিল পাকিস্তান-থাইল্যান্ড গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)
১৮ এপ্রিল আয়ারল্যান্ড-স্কটল্যান্ড গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)
১৯ এপ্রিল বাংলাদেশ-পাকিস্তান লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
১৯ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড গাদ্দাফি স্টেডিয়াম

 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball