promotional_ad

‘বাজে উইকেটের মিথ্যে আত্মবিশ্বাস ভারতের কাল হয়েছে’

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘টুর্নামেন্ট জিততে চাইলে বুমরাহকে ছাড়া খেলতে জানতে হবে’

১৫ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না বুমরাহর, ফাইল ছবি

ইন্দোরের উইকেট টেস্ট ক্রিকেটের জন্য মস্ত বড় এক তামাশা। বছরের শুরু দিকে বোর্ডার-গাভাস্কার ট্রফির সময় এমন মন্তব্য করেছিলেন দিলীপ ভেংসরকার। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারের পর ভারতের উইকেটকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হরভজন সিং। ভারতের সাবেক এই স্পিনার মনে করেন বাজে পিচে খেলার কারণে রোহিত শর্মাদের এমন অবস্থা।


উপমহাদেশের উইকেটে বরাবরই স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশ সবাই টেস্ট জিততে স্পিন উইকেটের সহায়তা নিয়ে থাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার গল টেস্ট কিংবা অজিদের বিপক্ষে ভারতের ইন্দোর টেস্ট।


সবই এসবের প্রমাণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে উঠতে ইংল্যান্ডের বিপক্ষে স্পিন উইকেট বানিয়ে জো রুটদের একেবারে নাকানিচুবানি খাইয়েছিল ভারত। সেবার বেশিরভাগ ম্যাচই ভারত জিতেছিল তিন কিংবা চারদিনের শুরুতে।


promotional_ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও ভিন্ন কিছু দেখা যায়নি। যেখানে প্রথম দিন থেকেই স্পিনাররা বাড়তি সুবিধা পেয়েছে। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল মিলে সফরকারী ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন।


আরো পড়ুন

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত

২১ এপ্রিল ২৫
ফাইল ছবি

আড়াই কিংবা তিনদিনে ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ভারত। তবে গতবারের মতো এবারও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। হরভজন মনে করেন, দেশের মাটিতে বাজে উইকেট বানিয়ে জিতে ক্রিকেটাররা মিথ্যে আত্মবিশ্বাস পেয়েছে। যা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হিতে বিপরীত হয়েছে।


এ প্রসঙ্গে হরভজন বলেন, ‘আপনি বাজে পিচে খেলে এবং ম্যাচ জিতে নিজেকে মিথ্যে আত্মবিশ্বাস দিতে পারেন না। যেখানে কিনা প্রথম বল থেকেই বল ঘুরতে থাকে। পাঁচদিন কঠোর পরিশ্রম করার অভ্যাস তৈরি করতে হবে। তখনই কেবল আপনি বড় ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন।’


ইংল্যান্ডের মাটিতে খেলা হওয়ার ফলে পেসাররা সবসময়ই বাড়তি সুবিধা পান। অথচ ঘরের মাঠে খেলা হলে ভারত সুবিধা নেয় স্পিনারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের দুই স্পিনার জাদেজা ও অশ্বিন মিলে নিয়েছেন ৪৭ উইকেট।


অস্ট্রেলিয়ার নাথান লায়নের ঝুঁলিতে আছে ২২ উইকেট। যেখানে পেসারদের মাঝে সবচেয়ে বেশি উইকেট পাওয়া মোহাম্মদ শামির শিকার মোটে ৯ উইকেট। এসব সমস্যা খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন হরভজন।


ভারতের সাবেক এই স্পিনার স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে বলেন, ‘এই ধরনের উইকেটে পেস বোলাররা খুব বেশি বল করে না। প্রথম ওভার থেকেই স্পিনারদের ব্যবহার করা হয়ে থাকে। এখানে আরও অনেক কিছুই আছে যা আমাদের খুঁজে বের করতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball