হুট করেই অবসরের ঘোষণা দিলেন কিউই তারকা

ছবি:

শনিবার সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিউই অলরাউন্ডার রব নিকল। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার তার ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি করে সবাইকে চমকে দিয়েছিলেন।
তবে ক্যারিয়ারটা লম্বা করতে পারেননি। ২০১৫ সালের ডিসেম্বর থেকে তিনি টি২০ চ্যাম্পিয়নশীপে অকল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছিলেন। তাছাড়া কিউইদের হয়ে ২০১০ ও ২০১২ সালের টি২০ বিশ্বকাপ খেলেছিলেন তিনি।
২০১১ সালে দুর্দান্ত পারফরমেন্সে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। নিকল ২ টি টেস্ট, ২২ টি ওয়ানডে ম্যাচ ও ২১ টি টি২০ ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে।

আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪ ইনিংসে ব্যাট করে ৯৪১ রান করেছেন। পাশাপাশি পেস বোলিংয়ে নিয়েছেন ১৫ টি উইকেটও। ২০০১-২ মৌসুমে অ্যাকল্যান্ডের হয়ে ক্যারিয়ার শুরু করা নিকল দলটির হয়ে আট মৌসুমে খেলেছেন
২০০৯-১০ মৌসুমে পাড়ি জমিয়েছিলেন ক্যানটারবেরীতে। সেখানে খেলেছেন পাঁচটি মৌসুম। তারপর আবারও ফিরেছিলেন অ্যাকল্যান্ডে। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিকল ৪৩ উইকেট নিয়েছেন বল হাতে সঙ্গে ব্যাট হাতে ৬ হাজার ৩১৯ রান করেছেন।
ওয়ানডেতে ৯৬ উইকেটের পাশাপাশি করেছেন ৪৭১৭ রান। টি২০ ক্রিকেটে ৬৯ উইকেটের সাথে করেছেন ২৭১২ রান। শনিবার হুট করেই দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারের ইতি টেনেছেন এই ক্রিকেটার।