অঘটন ঘটালো থাইল্যান্ডের মেয়েরা

ছবি:

মেয়েদের টি টুয়েন্টি এশিয়া কাপে শনিবার একটি অঘটনের সাক্ষী হতে হয়েছে ক্রিকেট বিশ্বকে। এদিন আইসিসির সহযোগী দেশ থাইল্যান্ডের কাছে ৪ উইকেটে পরাজিত হয়েছে শক্তিশালী শ্রীলঙ্কা।
এই ম্যাচে শুরুতে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন থাইল্যান্ডের অধিনায়ক স্বর্ণারিন টিপপচ। পরবর্তীতে লঙ্কানরা ব্যাটিংয়ে নামার পর দুর্দান্ত বোলিং শুরু করেন থাই মেয়েরা। মাত্র ১০৪ রানের মধ্যে শ্রীলঙ্কার মেয়েদের গুঁড়িয়ে দেয় তারা।

থাইল্যান্ডের পক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রানের বিনিময়ে একাই ৫ উইকেট শিকার করেন অফ স্পিনার ওংপাকা লিয়েংপ্রাসার্ট। এছাড়াও ১৯ রানে ২ উইকেট তুলে নিয়েছেন অধিনায়ক টিপপচ।
লঙ্কান মেয়েদের মধ্যে সর্বোচ্চ ৩২ রান করেছেন ওপেনার আনুশকা সাঞ্জিওয়ানি। আরেক ওপেনার ইয়াসোডা মেন্ডিস ২২ রান করেন। এছাড়াও ওশাদি রানাসিংহে ২০ রানে অপরাজিত থাকেন। বাদবাকি আর কেউই দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি।
মাত্র ১০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার নারুএমন চাইওয়াইয়ের ৪৩, নাটটায়া বুচাথামের ১৯ এবং নাটটাকান চানতামের ১৫ রানে ভর করে ৬ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় থাইল্যান্ড।
লঙ্কানদের পক্ষে নিলাকশি ডি সিলভা ১৭ রানে ২ উইকেট শিকার করেছেন। এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন সুগন্ধিকা কুমারি, ওশাধি রানাসিংহে এবং ইনোকা রানাওয়েরা।
উল্লেখ্য এই জয়েও অবশ্য খুব একতা লাভ হলো না থাইল্যান্ডের। কেননা টুর্নামেন্ট থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের এবং শ্রীলঙ্কারও।