২১ বছরের রেকর্ড ভাঙ্গলো কিউই মেয়েরা

ছবি:

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ইতিহাস গড়ে ফেলেছে নিউজিল্যান্ডের মেয়েরা। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে মেয়েদের ক্রিকেটের সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করিয়েছে তারা।
মূলত ওপেনার সুজি ব্যাটসের ১৫১ ও ম্যাডি গ্রিনের ১২১ রানের ইনিংসে ৪৯০ রানের পাহাড় সমান পুঁজি পেয়েছে কিউই নারীরা। এই রেকর্ড সংগ্রহ গড়ার পথে তারা নিজেদেরই পাকিস্তানের বিপক্ষে করা ৪৫৫ রানের রেকর্ড ভেঙ্গেছে।

১৯৯৭ সালে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৫ উইকেট হারিয়ে ৪৫৫ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। সেই রেকর্ডই ২১ বছর পর ভেঙ্গেছে নিজেরাই। মেয়েদের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটি ইংল্যান্ডের দখলে।
ইংলিশরা ২০১৬ সালে নটিংহামে ৩ উইকেট হারিয়ে ৪৪৪ রান সংগ্রহ করেছিল। একই বছর শ্রীলঙ্কা নেদারল্যান্ডের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ৪৪৩ রান সংগ্রহ করেছিল। রেকর্ডের পাতায় তাদের অবস্থান চার নম্বরে।
এদিকে, সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী ১০ জুন আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। আর সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৩ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ডাবলিনে।