promotional_ad

স্কটল্যান্ডের পেছনে পড়ার শঙ্কায় বাংলাদেশ

promotional_ad

কাগজে কলমে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে থেকেই সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। আইসিসির টি২০ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে আর আফগানিস্তান ৮ নম্বরে। সিরিজে নিজেদের এগিয়ে থাকার প্রমাণ পারফরমেন্স দিয়েই দিয়েছে আফগানরা।


টাইগারদের তারা সিরিজ হারিয়েছে ৩-০ ব্যবধানে। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে আফগানদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশ দলের। এই ভয়াবহ সিরিজের পর স্কটল্যান্ডের পেছনে পড়ার শঙ্কায় বাংলাদেশ দল।


আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ৩-০তে হারায় র‍্যাঙ্কিংয়ে অবস্থানে বদল হয়নি দুই দলেরই। তবে আরও ৪ পয়েন্ট বেড়ে আফগানদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১। আর ৫ রেটিং পয়েন্ট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭০ রেটিং পয়েন্ট।



promotional_ad

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১১ নম্বরে রয়েছে স্কটল্যান্ড। তারা বাংলাদেশের চেয়ে মাত্র ৪ পয়েন্ট পিছিয়ে। সামনেই স্কটিশদের সিরিজ রয়েছে পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজেই র‍্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ রয়েছে তাদের।


তবে কাজটা মোটেই সহজ না। কারণ ১৩০ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল। ৪ পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ১২৩ রেটিং পয়েন্টে ৩ নম্বরে ভারত।


আফগানিস্তান ও বাংলাদেশের মাঝে নয় নম্বরে আছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে রয়েছে ১২ নম্বরে। আগামী মঙ্গল ও বুধবার এডিনবরায় পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে স্কটল্যান্ড।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball