ব্যাটসম্যানদের সেরা শিনওয়ারি, বোলার রশিদ

ছবি:

নিদাহাস ট্রফির ফাইনালে শেষ বলে হেরে গিয়েছিল বাংলাদেশ দল। সেই ম্যাচের পর আবারও তার পরের সিরিজেই শেষ বলেই হারতে হল বাংলাদেশ দলকে। তাও আবার ১ রানের হার।
এই হারের ফলে আফগানদের কাছে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল। আর হোয়াইট ওয়াশের এই সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যান-বোলাররা নিজেদের সেরাটা দিতে পারেননি।
যার প্রমাণ মিলেছে পরিসংখ্যান ঘাটতে গিয়ে। সিরিজের সেরা ব্যাটসম্যান এবং বোলারদের মধ্যে দাপট দেখাচ্ছেন আফগানরা। সেরা তিন ব্যাটসম্যানের মধ্যে মাত্র একজন বাংলাদেশী।

আর বোলারদের মধ্যে তো কোন বাংলাদেশী ক্রিকেটারই নেই। আর এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কেন পুরো সিরিজে টাইগারদের চেয়ে এগিয়ে ছিল আফগানরা।
ব্যাটসম্যানদের মধ্যে সেরা পারফর্মার আফগানিস্তানের সামিউল্লাহ শিনওয়ারি। ব্যাট হাতে সর্বোচ্চ ১১৮ রান করেছেন তিনি। ৫৯ গড়ে রান করা এই বাঁহাতি ব্যাটসম্যানের সর্বোচ্চ ৪৯।
দ্বিতীয় স্থানে আছেন আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ। তার ব্যাট থেকে এসেছে ৯০ রান। আর ৮৮ রান করে তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন দুই টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
আর বোলারদের মধ্যে একাই দাপট দেখিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ৩ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। পর পর দুই ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা। সঙ্গে জিতেছেন টুর্নামেন্ট সেরার খেতাবটিও।
আর ৪টি করে উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ নবি এবং শাপুর জাদরান। বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে সফল আবু জায়েদ রাহি। মোট ৩ উইকেট নিয়েছেন এই পেসার।