র্যাঙ্কিংয়ে আফগানদের জয় জয়কার

ছবি:

তিন ম্যাচ টি২০ সিরিজে বাংলাদেশ দলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এই সিরিজের পর র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে দুই আফগান স্পিনার রশিদ খান ও মোহাম্মদ নবীর।
সদ্য শেষ হওয়া এই সিরিজে ৮ উইকেট দখল করেছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। আর তাতেই ক্যারিয়ার সেরা রেটিংয়ে পৌঁছেছেন তিনি। ৮১৬ রেটিং নিয়ে টি২০ বোলারদের র্যাঙ্কিংয়ে ১ নম্বরে রয়েছেন রশিদ।
দুর্দান্ত খেলা মোহাম্মদ নবী ১১ নম্বর থেকে ৩ ধাপ এগিয়ে ৮ নম্বরে অবস্থান করছেন। আরেক আফগান স্পিনার মুজিব উর রহমান ৬২ তম স্থান থেকে উঠে এসেছেন ৫১ নম্বরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন মোহাম্মদ নবী।

তার প্রতিদানও পেয়েছেন র্যাঙ্কিংয়ে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৩২৩ রেটিং পয়েন্ট নিয়ে ২ নম্বরে উঠে এসেছেন তিনি। ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে উন্নতি করেছেন আফগান ওপেনার আহমেদ শেহজাদ।
৯ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ১১৮ রান সংগ্রহ করে ১১ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন সামিউল্লাহ শেনওয়ারি। এদিকে ঠিক উলটো চিত্র বাংলাদেশি ক্রিকেটারদের। অধিনায়ক সাকিব আল হাসান অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে রয়েছেন।
উন্নতি করেছেন কেবল টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহীম। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৩ ধাপ এগিয়েছেন, তার অবস্থান ৪২ নম্বরে। তাছাড়া তামিম, মাহমুদুল্লাহ দুজনই পয়েন্ট হারিয়েছেন।